বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজশাহীতে আ.লীগ নেতার তিন ছেলে-মেয়ের জামিন *** খাগড়াছড়িতে ধর্ষণ ও হামলার ঘটনায় আজ তথ্যানুসন্ধান দল পাঠাচ্ছে গণতান্ত্রিক অধিকার কমিটি *** শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করার নির্দেশ প্রধান উপদেষ্টার *** ৭ বছর পর জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়া *** একাধিক দেশের পাসপোর্টধারী ও নাগরিক বলে কাকে ইঙ্গিত করলেন উপদেষ্টা *** তেজগাঁওয়ে হোলি রোজারি চার্চের সামনে বুধবার যা ঘটল *** ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মবার্ষিকী অনুষ্ঠান বন্ধের চেষ্টা, পুলিশের হস্তক্ষেপ *** দুদকের মামলার আসামি হওয়ার একদিন পর ট্রাইব্যুনালের ‘বিচারক’ *** ভারতের পররাষ্ট্রসচিবের বক্তব্য ‘অযৌক্তিক’: তৌহিদ হোসেন *** ১৫–১৮ই নভেম্বরের মধ্যে গণভোট সম্ভব, হিসাব দিলেন জামায়াত নেতা তাহের

ইউক্রেনকে রেকর্ড সংখ্যক এফ-১৬ দিচ্ছে নেদারল্যান্ডস

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাশিয়ার আক্রমণের শিকার ইউক্রেনকে যুদ্ধে সহায়তা করার জন্য এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করার ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস। 

শুক্রবার (২২শে ডিসেম্বর) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ডাচ সরকার।

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট এক্স পোস্টে বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে প্রাথমিকভাবে ১৮টি এফ-১৬ যুদ্ধবিমান দেয়ার জন্য আমরা প্রস্তুত বলে জানিয়েছি। ইউক্রেনকে সহায়তার জন্য করা সামরিক চুক্তির অন্যতম হচ্ছে এফ-১৬ সরবরাহ।

মার্ক রুট ইউক্রেনকে সিদ্ধান্তের কথা জানালেও যুদ্ধবিমান সরবরাহ এখনও আইনি জটিলতায় আটকে আছে। কেননা, যুদ্ধবিমান সরবরাহে ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের রপ্তানি অনুমোদন এখনও মেলেনি। তাছাড়া এ ইস্যুতে স্টাফ ও অবকাঠামোগত মানদণ্ড পূরণ করতে পারেনি ইউক্রেন।

তবে রুটের ঘোষণার ফলে যুদ্ধবিমান সরবরাহের প্রস্ততি নেয়ার জন্য প্রয়োজনীয় তহবিল ও লোকবল জোগাড় সম্ভব হবে।

এদিকে এক্স পোস্টে জেলেনস্কিও জানিয়েছেন, আমি ডাচ সরকারকে ধন্যবাদ জানাতে মার্ক রুটের সঙ্গে কথা বলেছি। তারা ইউক্রেনে প্রাথমিকভাবে ১৮টি এফ-১৬ জেট সরবরাহের জন্য প্রস্তুত হচ্ছে।

নেদারল্যান্ডস গত মাসে ইউক্রেনীয় পাইলট ও কর্মীদের প্রশিক্ষণের জন্য রোমানিয়ার একটি প্রশিক্ষণ কেন্দ্রে আমেরিকার তৈরি একটি এফ-১৬ পাঠিয়েছে।

আরো পড়ুন: গাঁজা সেবনকারীদের ক্ষমা করে দিলেন বাইডেন

ডেনমার্ক, নরওয়ে এবং বেলজিয়ামও ঘোষণা দিয়েছে, তারা ইউক্রেনকে এফ-১৬ জেট দেবে। সম্প্রতি মার্কিন সরকার রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিজেদের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনে পাঠানোর অনুমোদন দেয়ার পরই দেশগুলো এ সিদ্ধান্ত নিয়েছে।

প্রায় দুই বছর ধরে রাশিয়ার সামরিক হামলার মুখে বিপর্যস্ত ইউক্রেন। নতুন করে সামরিক সহায়তার জন্য আমেরিকাসহ পশ্চিমাদের কাছে ধর্না দিচ্ছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। 

সূত্র: রয়টার্স।

এসকে/ 

রাশিয়া আমেরিকা ইউক্রেন নেদারল্যান্ডস এফ-১৬

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250