বুধবার, ১৪ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের *** শেষ চার মাস মন্ত্রণালয়ে আমাকে কাজ করতে দেওয়া হয়নি: মাহফুজ আলম *** হাদি-মুছাব্বির-সাম্য হত্যার বিচার হতে হবে এ মাটিতে, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল *** বাহরানে প্রবাসীর বাসায় অনেক পোস্টাল ব্যালট, ব্যবস্থা চায় বিএনপি *** অভ্যুত্থানের পর দেশে আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী *** পাকিস্তানের ‘দরদ’ দেখানোর প্রয়োজন নেই, বিশ্বকাপ ক্রিকেট প্রসঙ্গে হামিন *** চট্টগ্রাম বন্দরে চাকরি পেলেন ৯ জুলাই যোদ্ধা *** যে ইস্যুতে সেনাপ্রধানের হস্তক্ষেপ চায় বিএনপি *** ‘সাংবাদিকদের স্নাতক হওয়ার বাধ্যবাধকতায় সাংবিধানিক অধিকার খর্ব হবে’ *** বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আসছে

ইউক্রেনকে রেকর্ড সংখ্যক এফ-১৬ দিচ্ছে নেদারল্যান্ডস

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাশিয়ার আক্রমণের শিকার ইউক্রেনকে যুদ্ধে সহায়তা করার জন্য এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করার ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস। 

শুক্রবার (২২শে ডিসেম্বর) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ডাচ সরকার।

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট এক্স পোস্টে বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে প্রাথমিকভাবে ১৮টি এফ-১৬ যুদ্ধবিমান দেয়ার জন্য আমরা প্রস্তুত বলে জানিয়েছি। ইউক্রেনকে সহায়তার জন্য করা সামরিক চুক্তির অন্যতম হচ্ছে এফ-১৬ সরবরাহ।

মার্ক রুট ইউক্রেনকে সিদ্ধান্তের কথা জানালেও যুদ্ধবিমান সরবরাহ এখনও আইনি জটিলতায় আটকে আছে। কেননা, যুদ্ধবিমান সরবরাহে ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের রপ্তানি অনুমোদন এখনও মেলেনি। তাছাড়া এ ইস্যুতে স্টাফ ও অবকাঠামোগত মানদণ্ড পূরণ করতে পারেনি ইউক্রেন।

তবে রুটের ঘোষণার ফলে যুদ্ধবিমান সরবরাহের প্রস্ততি নেয়ার জন্য প্রয়োজনীয় তহবিল ও লোকবল জোগাড় সম্ভব হবে।

এদিকে এক্স পোস্টে জেলেনস্কিও জানিয়েছেন, আমি ডাচ সরকারকে ধন্যবাদ জানাতে মার্ক রুটের সঙ্গে কথা বলেছি। তারা ইউক্রেনে প্রাথমিকভাবে ১৮টি এফ-১৬ জেট সরবরাহের জন্য প্রস্তুত হচ্ছে।

নেদারল্যান্ডস গত মাসে ইউক্রেনীয় পাইলট ও কর্মীদের প্রশিক্ষণের জন্য রোমানিয়ার একটি প্রশিক্ষণ কেন্দ্রে আমেরিকার তৈরি একটি এফ-১৬ পাঠিয়েছে।

আরো পড়ুন: গাঁজা সেবনকারীদের ক্ষমা করে দিলেন বাইডেন

ডেনমার্ক, নরওয়ে এবং বেলজিয়ামও ঘোষণা দিয়েছে, তারা ইউক্রেনকে এফ-১৬ জেট দেবে। সম্প্রতি মার্কিন সরকার রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিজেদের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনে পাঠানোর অনুমোদন দেয়ার পরই দেশগুলো এ সিদ্ধান্ত নিয়েছে।

প্রায় দুই বছর ধরে রাশিয়ার সামরিক হামলার মুখে বিপর্যস্ত ইউক্রেন। নতুন করে সামরিক সহায়তার জন্য আমেরিকাসহ পশ্চিমাদের কাছে ধর্না দিচ্ছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। 

সূত্র: রয়টার্স।

এসকে/ 

রাশিয়া আমেরিকা ইউক্রেন নেদারল্যান্ডস এফ-১৬

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250