শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইরান-রাশিয়া নতুন চুক্তিতে বড় অগ্রগতি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৪ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে রাশিয়ার নতুন চুক্তিতে বড় অগ্রগতির কথা জানানো হয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সঙ্গে আন্তঃরাষ্ট্রীয় চুক্তির বিষয়ে দ্রুত কাজ করবে রাশিয়া।

মন্ত্রণালয়টি চুক্তির পরিধির ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। তবে সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইরানের মধ্যে রাজনৈতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক বাড়ার পরই এমন চুক্তির কথা সামনে এসেছে।

এক বিবৃতিতে বলা হয়, চুক্তির বিষয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে ফোনে আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলেও জানানো হয়।

 আরো পড়ুন: লক্ষ্য অর্জনের পর গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শেষ হবে : ইসরায়েল

ফিনল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী আন্টি হাক্কানেন বলেন, চীন, ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার এই সহযোগিতা বিশ্ব মঞ্চে আরও একটি জোট, যা ইউরোপীয় দেশগুলোর জন্য হুমকি।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অধিকৃত চারটি ইউক্রেনীয় অঞ্চলেও ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মস্কো। ইউক্রেনের কাছ থেকে দখল করা ওই অঞ্চলগুলোকে গত বছর নিজেদের সঙ্গে যুক্ত করে রাশিয়া। 

সূত্র: রয়টার্স 

এইচআ/ আই.কে.জে/



পররাষ্ট্রমন্ত্রী অগ্রগতি দ্বিপাক্ষিক চুক্তি ইরান-রাশিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন