ছবি: দ্যা ইকনোমিক টাইমস
দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে গত বছর ভারত ও আর্মেনিয়ার মধ্যে অস্ত্র চালান সম্পন্ন হয়। গত বছর ভারত আর্মেনিয়ায় ক্ষেপণাস্ত্র, রকেট এবং গোলাবারুদের জন্য একটি রপ্তানি আদেশে স্বাক্ষর করে।
আজারবাইজানের পররাষ্ট্র বিষয়ক বিভাগের প্রধান, হিকমত হাজিয়েভ, আজারবাইজানে ভারতীয় রাষ্ট্রদূত শ্রীধরন মধুসূধননের সাথে বৈঠকের সময় বিষয়টি উত্থাপন করেন।
আজারবাইজান যখন আর্মেনিয়ার সাথে শান্তি চুক্তি নিয়ে আলোচনা করছে, সেসময় ভারতের কাছ থেকে আর্মেনিয়ায় এ অস্ত্র সরবরাহ পরিস্থিতিকে আরো খারাপ করে তুলে এবং দক্ষিণ ককেশাস অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠাকে বাধাগ্রস্ত করে। তাছাড়া এটি ভারতের বৈদেশিক নীতির সাথেও অসামঞ্জস্যপূর্ণ।
চলতি বছরের শুরুর দিকে, ভারত-ইরান-আর্মেনিয়া পরিবহন করিডোরের জন্য ত্রিপক্ষীয় জোট গঠন করে। এপ্রিল মাসে ইয়েরেভানে বৈঠকের সময়, তিন পক্ষই অর্থনৈতিক প্রকল্প ও আঞ্চলিক যোগাযোগ চ্যানেল নিয়ে আলোচনা করে।
আরো পড়ুন: অর্থনৈতিক শক্তি হিসেবে চীনের ভাবমূর্তি ক্ষতির সম্মুখীন
তবে পাকিস্তানের সাথে আজারবাইজানের ঘনিষ্ঠ নিরাপত্তা সম্পর্কের পটভূমিতে ভারত-আজারবাইজানের সম্পর্ক খারাপ হতে চলেছে। ন্যাম প্রেসিডেন্সির সময়ে, আজারবাইজান কাশ্মির ইস্যুতে পাকিস্তানকে সমর্থন জানায়।
এম এইচ ডি/ আই. কে. জে/