শনিবার, ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খালেদ মুহিউদ্দীনের ইংরেজি জ্ঞান নিয়ে উদ্বেগ কেন? *** প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আমরা যাব, অন্য দলকে দিয়ে আহ্বান কেন: সালাহউদ্দিন *** দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ভারতের অবস্থান কী *** কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান *** রাজশাহীর প্রশংসা উপদেষ্টা আসিফ নজরুলের, এড়িয়ে গেলেন নির্বাচন প্রসঙ্গ *** আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে: শফিকুল আলম *** দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল: বাংলাদেশ ব্যাংক গভর্নর *** আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আমেরিকা, ইউরোপ! *** ভারতের মথ ডাল এ দেশে এসে মুগ ডাল হয়ে যাচ্ছে কেন *** জাহানারা ইমামের ব্যক্তিগত বই কেজি দরে বিক্রি করেছে বাংলা একাডেমি

ইসরাইলে পৌঁছালেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫২ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

হামাসের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই বুধবার (১৮ অক্টোবর) ইসরাইলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধ পরিচালনার জন্য গঠিত মন্ত্রিসভার নতুন সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এর আগে গত সোমবার (১৬ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্টের ইসরাইল সফরের কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

ইসরাইলের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য বাইডেন এই সফরে যাচ্ছেন বলে সেদিন জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে বাইডেনের ইসরাইল সফরের আগেরদিনেই গাজায় একটি হাসপাতালে ভয়াবহ বিমান হামলা চালানো হয়েছে। হামলায় কমপক্ষে ৫০০ মানুষ নিহত হয়েছেন।

গাজার হাসপাতালে হামলার ঘটনায় ‘ক্ষুব্ধ’ হয়েছেন বাইডেন। তিনি বলেছেন, গাজায় হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনায় তিনি ‘ক্ষুব্ধ’। আসলে কী ঘটেছিল, সে বিষয়ে জানতে তিনি তাঁর জাতীয় নিরাপত্তা দলকে এ ঘটনায় তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন। খবর বার্তাসংস্থা রয়টার্সের। 

অবরুদ্ধ গাজায় উপত্যকায় ইসরাইলের বিমান হামলায় মৃতের সংখ্যা বাড়ছেই। মঙ্গলবার (১৭ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহত ৩ হাজার ছাড়িয়েছে। নিহতদের এক তৃতীয়াংশই শিশু। গুরুতর আহত হয়েছেন প্রায় ১২ হাজার ৫০০ জন।

গত ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরাইলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪০০ জনে। এর মধ্যে ৩০২ জন সেনা বলে জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।  

সূত্র: এনবিসি, রয়টার্স

এসকে/

ফিলিস্তিন ইসরায়েল হামাস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250