বুধবার, ১৭ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২রা শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ঈদে ভিন্ন চরিত্রে মেহজাবীন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪০ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৩

#

তারকাভিনেত্রী মেহজাবীন চৌধুরী

আমাদের নাট্যাঙ্গনে এই প্রজন্মের অন্যতম শীর্ষ তারকাভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শুধু মেহজাবীনের অভিনয়কে ভালোবেসে, তারই অভিনয়ে অনুপ্রাণিত হয়ে এক্কেবারেই নতুন একটি প্রজন্ম অভিনয়ে এসেছে। যাদের প্রত্যেকের কাছে মেহাজবীনই সেরা। সেরা এই অভিনেত্রী এর আগে বহু নাটকে, টেলিফিল্মে অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছেন। যে কারণে দর্শকের কাছে অভিনয়ে মুগ্ধতার আরেক নাম মেহজাবীন চৌধুরী।

ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় ফিকশন ‘পুনর্জন্ম’র তিনটি পর্বে দুর্দান্ত এক মেহজাবীনকে দেখেছেন দর্শক। তার অভিনয়ও উপভোগ করেছেন। তবে দর্শক ‘পুনর্জন্ম’ অন্তিম পর্ব প্রচারের অপেক্ষায় ছিলেন অধীর আগ্রহ নিয়ে। কারণ শেষ পর্বে কী হয় তা দর্শকের মনে অনেক কৌতুহলের সৃষ্টি করেছে।

এরইমধ্যে জানা গেল, আগামী ঈদে চ্যানেল আইয়ে ‘পুনর্জন্ম’ অন্তিম পর্ব প্রচার হবে। ‘পুনর্জন্ম’র প্রথম পর্ব নির্মাণের সময়ও নির্মাতা ভিকি জাহেদ ভাবেননি যে তাকে এটা নিয়ে এত দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। কিন্তু দীর্ঘ পথ পাড়ি দেবার শেষ মুহূর্তে এসে তার নিজেরও খারাপ লেগেছে অন্তিম পর্ব নির্মাণ করতে।

অন্তিম পর্বে অভিনয় প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, ‘পুনর্জন্ম’র অন্তিম পর্বে চমক তো আছেই। এতটুকু বলতে পারি, দর্শক হতাশ হবেন না। দর্শকের দীর্ঘদিন প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে অন্তিম পর্ব প্রচারের মধ্যদিয়ে। গল্পটা এ পর্বে শেষ হবে। দর্শক প্রতীক্ষায় আছেন কীভাবে গল্পটা শেষ হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্বকে ঘিরে যেমন দর্শকের আগ্রহ ছিল, অন্তিম পর্বকে ঘিরেও দর্শকের প্রবল আগ্রহ যে, অন্তিম পর্বে কী হবে। এখন শুধু অপেক্ষায় আছি দর্শক ‘পুনর্জন্ম’র শেষটা কীভাবে গ্রহণ করে। ধন্যবাদ নির্মাতাসহ এর সাথে সংশ্লিষ্ট সবাইকে। দর্শকের প্রতিও আন্তরিক ভালোবাসা, কৃতজ্ঞতা।’

আরো পড়ুন: হানিফ সংকেতের ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’

ভিকি জাহেদের ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’ -এ অভিনয়ের জন্য সর্বশেষ প্রশংসিত হয়েছেন মেহজাবীন চৌধুরী। তবে বেশকিছু দিন অভিনয়ে বিরতির কারণে অনেকেই মনে করছেন হয়ত মেহজাবীন সিনেমাতে কাজ করা নিয়ে ব্যস্ত রয়েছেন। বিষয়টিকে যে তিনি একেবারে এড়িয়ে গেছেন, এমনটি নয়। মেহজাবীন জানান, সিনেমা নিয়ে পারফেক্ট খবরই দিতে চান তিনি।

এম/


তারকাভিনেত্রী মেহজাবীন চৌধুরী

খবরটি শেয়ার করুন