রবিবার, ৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খেলাধুলা শিশু ও তরুণদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে: প্রধান উপদেষ্টা *** ইসরায়েলের বিরুদ্ধে ‘জিহাদের’ আহ্বানে বিরল ‘ফতোয়া’ জারি *** ‘দুই নেতার বৈঠকের পর সম্পর্কের বরফ কতটা গলছে’ *** আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি, আমরা সব সময় সম্মান করি: ইউনূসকে মোদি *** এখন থেকে কাদের সিদ্দিকী ‘জয় বাংলা’ বলবেন যে কারণে *** এবার ঈদের ছুটিতে ৭ দিনে ঢাকা ছাড়েন ১ কোটি ৭ লাখ সিমধারী *** বিমসটেক সম্মেলনে বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তি *** আমেরিকান শুল্ক নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক আহ্বান *** এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আলোচনার শীর্ষে ঋষভ পন্ত *** ট্রাম্প আরোপিত শুল্ক মোকাবিলায় উপায় খুঁজছে বাংলাদেশ

ঈদের তৃতীয় দিনেও ফাঁকা ঢাকার সড়ক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৪ পূর্বাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিন আজ। গত দুইদিনের মতো আজও রাজধানী ঢাকার সড়কগুলোতে নেই জটলা, নেই গাড়ি হর্ণ। যেন এক নীরব শহরে নগরবাসীর প্রশান্তি। সোমবার (২৪ এপ্রিল) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ঈদের টানা পাঁচদিনের ছুটি শেষে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলেছে আজ। ছুটি শেষ হওয়ায় ঢাকায় ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ থেকে রমজানের আগের সময়সূচি ধরে অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস।

ছুটি শেষে অফিস খুললেও তার খুব একটা প্রভাব সড়কে দেখা যায়নি। গতকালের তুলনায় সড়কে বাসের সংখ্যা কিছু বেশি থাকলেও স্বাভাবিক সময়ের তুলনায় সেই সংখ্যা খুবই কম। শুধু যানবাহনই নয় মানুষের উপস্থিতিও অনেকটা কম। তাই রাস্তায় সিএনজি ও রিকশার আধিপত্য থাকলেও যাত্রীর অভাবে অলস সময় পার করছেন চালকরা।

রাজধানীর শনিরআখড়া, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, গুলিস্তান, পল্টন, মতিঝিল, শাহবাগ, কারওয়ান বাজারসহ বিভিন্ন সড়ক ঘুরে এমন পরিস্থিতি দেখা গেছে। তবে অফিস পাড়ায় প্রাইভেটকারের সরব উপস্থিতি দেখা গেছে।
কথা হয় সিএনজিচালিত অটোরিকশাচালক মাহমুদ হাসানের সঙ্গে। তিনি জানান, ঈদের পর কয়দিন রাস্তা ফাঁকাই থাকে। এ সময় গাড়ি চালাইতে শান্তি। কিন্তু যাত্রী পাওয়া যায় না তেমন। বিকেল হলে রাস্তায় মানুষ বাড়ে। তখন আবার যাত্রীর অভাব হয় না।

এবার শবে কদরের ছুটির পর ঈদের ছুটি শুরু হওয়ার আগে গত ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। ঈদুল ফিতরের ছুটির সঙ্গে ওইদিন (২০ এপ্রিল) নির্বাহী আদেশে বাড়তি একদিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। মূলত দূর-দূরান্তে থাকা প্রিয়জনদের সঙ্গে যারা ঈদ উদযাপন করতে যাবেন তাদের যাতায়াত নির্বিঘ্ন করতে একদিন বাড়তি ছুটির মাধ্যমে টানা পাঁচদিনের ছুটির ব্যবস্থা করেছিল সরকার।

এম/

আরো পড়ুন:

ছুটি শেষে ফিরছেন কর্মস্থলে, কমলাপুরে মানুষের ভিড়

ফাঁকা ঢাকা সড়ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন