ছবি: সংগৃহীত
অবিশ্বাস্য রোমাঞ্চ ছড়িয়ে শেষ হয়েছে ভারত-আফগানিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ। এদিন আগে ব্যাট করতে নেমে রোহিত শর্মার দুর্দান্ত শতক আর রিঙ্কু সিংয়ের ৬৯ রানের মারকাটারি ইনিংসে ৪ উইকেটে ২১২ রানের পুঁজি পায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেটে আফগানরাও ২১২ রান করলে সুপার ওভারে গড়ায় ম্যাচ।
এরপর সুপার ওভারে আগে ব্যাট করে আফগানিস্তানের ১৬ রানের জবাবে ভারতও করে ১৬ রান। এতে সুপার ওভারও টাই হলে আবারও ম্যাচ গড়ায় সুপার ওভারে। দ্বিতীয় সুপার ওভারে জয় পায় ভারত।
এদিকে টানটান উত্তেজনা ছড়ানো এই ম্যাচে বিতর্কের জন্ম দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত। প্রথম সুপার ওভারে আউট হওয়ার পর দ্বিতীয় সুপার ওভারেও ব্যাট করেছেন তিনি; যা আইসিসির নিয়ম অনুযায়ী বৈধ নয়।
প্রথম সুপার ওভারে আফগানদের ছুঁড়ে দেওয়া ১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাঁচ বলে ১৫ রান তুলে ভারত। শেষ বলে লক্ষ্য দাঁড়ায় ২ রান। এ সময়ে নন-স্ট্রাইক প্রান্তে ছিলেন রোহিত।
পরে মাঠ থেকে উঠে গিয়ে রিঙ্কু সিংকে ব্যাটিংয়ে পাঠান ভারতীয় অধিনায়ক। রিঙ্কু তার চেয়ে দ্রুত দৌড়াতে পারবেন, এমনটাই ভেবে রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। কিন্তু শেষ বলে ১ রান আসলে আবারও সুপার ওভারে গড়ায় ম্যাচ।
দ্বিতীয় সুপার ওভারে আগে ব্যাট করতে নেমে ফরিদ আহমেদের প্রথম ৩ বলে ১১ রান তুলেন রোহিত। অন্যদিকে ১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১ রানেই গুটিয়ে যায় আফগান।
আরো পড়ুন: বিপিএলে নজর থাকবে যেসব অলরাউন্ডারের ওপর, জেনে নিন
আইসিসির প্লেয়িং কন্ডিশনের ২২ ধারা অনুযায়ী, প্রথম সুপার ওভারে আউট হওয়া ব্যাটার পরের সুপার ওভারে ব্যাট করতে পারবেন না।
যে কারণে প্রথম সুপার ওভারে রিটায়ার্ড আউট হওয়ায় দ্বিতীয় সুপার ওভারে তার (রোহিত) ব্যাট করতে পারার কথা নয়। আর এ নিয়ে ম্যাচ শেষে উঠেছে নানান বিতর্ক।
তবে অনেকের দাবি, রিটায়ার্ড আউট নয়, বরং রিটায়ার্ড হার্ট হয়ে প্রথম সুপার ওভারে মাঠ ছেড়েছিলেন রোহিত। তাই ফের ব্যাটিং করেছেন তিনি।
এসি/ আই. কে. জে/