মঙ্গলবার, ৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

উড়ছেন মিথিলা, পেলেন আইকনিক স্টার অ্যাওয়ার্ড

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৫ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’ ও  ঈদে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ মুক্তি পাওয়ার পর যেন নতুন করে উড়ছেন রাফিয়াত রশিদ মিথিলা। ইতিমধ্যে পেয়েছেন দর্শক ও সমালোচকদের প্রশংসা। এরই মধ্যে আরেক সফলতার মুকুট পড়লেন এ অভিনেত্রী। ২০২৩ সালের ইন্দোবাংলা ‘আইকনিক স্টার’ হয়েছেন মিথিলা। 

শোবিজ জগতের তারকাদের অবদানের স্বীকৃতি ও সম্মাননা জানাতে ২০২০ সালে শুরু হয় ইন্দোবাংলা ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড’। প্রতিবছর বর্ণিল আয়োজনে তারকাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। তারই ধারাবাহিকতায় ২৮ এপ্রিল কলকাতার কলামন্দিরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অর্ধশত তারকা শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ইন্দোবাংলা ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২৩’।

আরো পড়ুন:  প্রথম সপ্তাহে 'কিসি কা ভাই, কিসি কা জান' আয় করলো দেড়শো কোটি

ইন্দোবাংলা ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২৩’ এ ওয়েব সিরিজ মন্টু পাইলটের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা। অভিনেত্রী তার ফেইসবুক পোস্টে পুরস্কার হাতে নেয়া তার হাস্যজ্জ্বোল ছবি দিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন।

এদিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে মিথিলার ছবি 'মায়া'। যার পরিচালক রাজর্ষি দে। এছাড়াও অর্ণব মিদ্দার নারীকেন্দ্রীক ছবি 'মেখলা'তে অভিনয় করছেন মিথিলা।

এম/


 

রাফিয়াত রশিদ মিথিলা স্টার অ্যাওয়ার্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250