ম্যারাডোনার স্মৃতি বিজড়িত জার্সি পরেছেন লিওনেল মেসি - ছবি: সংগৃহীত
হঠাৎই ডিয়েগো ম্যারাডোনার জার্সিতে হাজির হলেন ইন্টার মায়ামির লিওনেল মেসি। ইনস্টাগ্রাম স্টোরিতে আর্জেন্টিনার ১৯৯৪ বিশ্বকাপের জার্সি পরিহিত একটি ছবি পোস্ট করেছেন আর্জেন্টাইন তারকা। ১০ নম্বর জার্সিটাই গায়ে তার। এই দশ নম্বর জার্সি গায়ে বিশ্বকাপে নিজের শেষ ম্যাচটা খেলেছিলেন ম্যারাডোনা। সেই ছবিকে ঘিরেই নতুন করে জল্পনা শুরু হয়েছে।
তবে কি ম্যারাডোনার মতো যুক্তরাষ্ট্রেই নিজের শেষ বিশ্বকাপ খেলার ইঙ্গিত দিলেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড?
১৯৯৪ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রে। সেটি ম্যারডোনার শুধু শেষ বিশ্বকাপই ছিল না, আর্জেন্টিনার হয়ে শেষ গোলটাও তিনি পান ওই আসরে, গ্রুপ পর্বে গ্রিসের বিপক্ষে। শেষ ষোলোয় রোমানিয়ার বিপক্ষে হেরে আর্জেন্টিনার যাত্রা থেমেছিল সেবার। তবে ম্যারাডোনার বিদায়টা হয়েছিল আরও মর্মান্তিকভাবে। এরপর নাইজেরিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটা হয়ে যায় তার বিশ্বকাপ তথা ক্যারিয়ারেরই শেষ ম্যাচ। ওই ম্যাচের পরই ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ হন তিনি।
আরো পড়ুন:তাওহিদ হৃদয়ের ব্যাটিং নৈপুণ্যে জয় পেলো জাফনা
এবার মেসি খেলছেন আমেরিকান ক্লাবের হয়ে। ২০২৬ বিশ্বকাপেরও যৌথ আয়োজক দেশটি। ম্যারাডোনার শেষ বিশ্বকাপের জার্সি গায়ে পরা, আমেরিকান ফুটবলে নাম লেখা এবং আমেরিকায় আগামী বিশ্বকাপ- দুইয়ে দুইয়ে চার মিলিয়ে তিন বছর পর হতে যাওয়া আসরেও মেসিকে দেখতে আশাবাদী হয়ে উঠছেন ভক্তরা।
এম/