রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাহিদের ক্ষমা চাওয়ার আহ্বানে যা বললেন সালাহউদ্দিন *** থালা-বাটি নিয়ে শিক্ষকদের ‘ভুখা মিছিল’ আজ *** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ

বলিউড

এবার ‘রহস্য-পুরুষ’কে প্রকাশ্যে আনলেন ইলিয়েনা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০২ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৩

#

বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ - ছবি: সংগৃহীত

বেশ কিছুদিন ধরে বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ আলোচনায় আছেন তার মা হওয়ার খবরে। কদিন আগে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন তার মা হওয়ার কথা। এদিকে ইলিয়ানার বিয়ের ছবি কখনও সামনে আসেনি। তাই কার সন্তানের মা হচ্ছেন তিনি, তা নিয়ে সবার মনে জন্ম নিয়েছে নানা প্রশ্ন। এবার সব জল্পনার শেষে সামনে এল ইলিয়ানার প্রেমিকের ছবি। নেটদুনিয়ার সবাই এবার তবে চিনে নিতেই পারেন অভিনেত্রীর সন্তানের বাবাকে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ইলিয়ানা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, একজন বিদেশী ছেলের পাশে বসে ইলিয়ানা। বিভিন্ন ভঙ্গীতে ছবি তুলেছেন নায়িকা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ডেট নাইট। ছবিতে ইলিয়ানার প্রেমিকের পরনে কালো রঙের শার্ট। আর নায়িকা পরেছেন লাল পোশাক। ঠোঁটে লাল গাঢ় লিপস্টিক আর চুল খোলা। এই ছবি পোস্ট করতেই তা ভাইরাল হয়েছে। 

এদিকে কদিন আগে ইলিয়ানা নিজের প্রেগনেন্সি জার্নির ছবি পোস্ট করেন এবং সঙ্গীর প্রশংসাও করেন। লেখেন, আমি ভাবিনি যে আমি এই অভিজ্ঞতার জন্য যথেষ্ট ভাগ্যবান হব। তাই আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আপনার ভিতরে বেড়ে ওঠা একটি জীবন অনুভব করাটা কতটা সুন্দর তা আমি বর্ণনা করা কঠিন। বেশিরভাগ দিন আমি আমার বাম্পের দিকে তাকিয়ে অনুভূত হয়ে যাই। আমি শীঘ্রই আপনার সঙ্গে দেখা করব।


ইলিয়ানা ডিক্রুজ  - ছবি: সংগৃহীত

তিনি আরও লেখেন, যে দিনগুলো আমি নিজের প্রতি সদয় হতে ভুলে যাই, এই সুন্দর মানুষটি সতর্ক হয়ে যাম। তিনি আমাকে ধরে রেখেছেন, যখন তিনি অনুভব করেন আমি ভাঙতে শুরু করেছি। আমার চোখের জল মুছে দেয়। আমাকে হাসায়। সে জানে কোন মুহূর্তে আমার কী প্রয়োজন। সব কিছু আর এত কঠিন মনে হয় না।

আরো পড়ুন: এবার লালে ঝড় তুললেন সুহানা খান

বিয়ের আগে মা হওয়ার সাহস দেখিয়ে সকলের নজর কেড়েছে নায়িকা। নিজেই নিজের গর্ভাবস্থার কথা জানিয়েছেন। একটি ছবি পোস্ট করে সে কথা জানিয়েছিলেন। সেই ছবিতে দেখা গিয়েছিল, মাম্মা লেখা একটি লকেট। এই ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘তোমাকে দেখার অপেক্ষায় আছি আমার ছোট্ট সোনা।’এর পর থেকে তার ব্যক্তিগত জীবন রয়েছে খবরের শীর্ষে। সকলেই তার প্রেমিককে দেখার অপেক্ষায় ছিলেন। সে সাধ অবশেষে পূরণ হল।

এম/


বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250