শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ঐতিহ্য রক্ষায় ভারতের অরুণাচলে উদ্যোক্তার জয়যাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩

#

নিন্না লেগো, একজন সফল উদ্যোক্তা

ভারতের অরুণাচল প্রদেশের প্রাণকেন্দ্রে সেখানকার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করছেন নিন্না লেগো নামের একজন সফল উদ্যোক্তা। তিনি হাউস অফ ম্যাকনক (এইচওএম) এর স্বপ্নদ্রষ্টা, যেখানে চমৎকার সব গয়না, গৃহস্থালির সাজসজ্জা ও আনুষঙ্গিক বিভিন্ন বস্তু পাওয়া যায় যা এখানকার ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে।

আপার সিয়াং জেলার মারিয়াং নামের শান্ত এক শহরের বাসিন্দা লেগো। চেন্নাইয়ের ডক্টর এমজিআর বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং রাজীব গান্ধী বিশ্ববিদ্যালয় থেকে এইচআর বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি। এই প্রযুক্তিগত জ্ঞান এবং তার ঐতিহ্যকে সংমিশ্রণ করে তিনি স্থাপন করেছেন তার স্বপ্নের ঠিকানা।

মূলত ছোটবেলা থেকেই তিনি অরুণাচল প্রদেশের মানুষদের জন্য কিছু একটা করার স্বপ্ন দেখতেন। সে স্বপ্নকেই তিনি বাস্তবে রূপ দিয়েছেন এইচওএম এর মাধ্যমে। অরুণাচল প্রদেশের গ্রামীণ কারিগর, মহিলা, যুবক এবং কৃষকেরা এই হাউজ অফ ম্যাকনকের মাধ্যমে নতুনভাবে নিজেদের আবিষ্কার করেছেন।

অসংখ্য মহিলাকে কর্মসংস্থানের সুযোগ দিয়েছে এ প্রতিষ্ঠান। এখানে বাঁশ কিংবা তাঁতজাতীয় পণ্য, ক্রুশেট পুতুল, ড্রিমক্যাচারসহ আরো নানা মনোমুগ্ধকর বস্তু তৈরি হয়। সফল বাণিজ্যের পাশাপাশি এটি দেশীয় কারুশিল্পকে বিশ্বের বুকে তুলে ধরে।

ঐতিহ্যের সাথে তাল মিলিয়ে এখানকার কারিগরেরা প্রতিনিয়ত নতুন নতুন জিনিস তৈরি করে চলেছেন। এটি প্রজন্ম থেকে প্রজন্মে ঐতিহ্যের বার্তা ছড়িয়ে দিচ্ছে। 

লেগোর এ উদ্যোগের ফলে স্থানীয় কৃষিজ পণ্যও বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাচ্ছে। তাছাড়া অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের তুলনায় খুব সাশ্রয়ী মূল্যে এখান থেকে কৃষিজ পণ্য সংগ্রহের সুযোগ পাচ্ছেন ক্রেতারা। যেমন, বন্য মধু যেখানে অন্যান্য প্রতিষ্ঠানে ১৫০০ রুপিতে বিক্রি করা হচ্ছে, সেখানে এই এইচওএমে এর দাম মাত্র ৪৫০ রুপি।

পরিবেশ সম্পর্কে সদা সচেতন এইচওএম সর্বদা রিসাইকেলের দিকেও মনোযোগী। এইচওএম পরিবেশবান্ধব এবং পুন:ব্যবহারযোগ্য স্যানিটারি প্যাডও তৈরি করছে।

সম্প্রতি ইনকিউবেশন ক্যাটাগরিতে নর্থ ইস্ট উদ্যোক্তা চ্যালেঞ্জ ২০২৩ এর বিজয়ী হন লেগো। তবে তার যাত্রা এখানেই শেষ নয়। অরুণাচল প্রদেশের ঐতিহ্য রক্ষার দৃঢ় প্রত্যয় নিয়ে চলতে চলতে, তিনি অনেকেরই অনুপ্রেরণা হয়ে উঠেছেন।

এসকে/

ভারতের অরুণাচল উদ্যোক্তার জয়যাত্রা

খবরটি শেয়ার করুন