বৃহস্পতিবার, ২রা জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কথা দিয়েছেন, কথা রাখেন: ঊষাতন তালুকদার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২৩ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সংখ্যালঘুবান্ধব নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য আবারও আওয়ামী লীগ সরকারের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনের নেতারা বলেছেন, আওয়ামী লীগ গত সংসদ নির্বাচনের আগে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় যে কথা দিয়েছিল, তা এখন রাখতে হবে। ২২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বর্তমান সংসদের শেষ অধিবেশনেই সংখ্যালঘু কমিশন গঠন করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন তাঁরা।

শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে সমাবেশ ও মিছিল করেছে। ‘জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ সংখ্যালঘু স্বার্থবান্ধব অপরাপর অঙ্গীকারসমূহ চলতি অক্টোবর মাসেই বাস্তবায়নের দাবিতে’ এই কর্মসূচি পালন করেন ঐক্য পরিষদের নেতারা। একই দাবিতে ঐক্য পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (৫অক্টোবর)মিছিল–সমাবেশ হয়েছে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, বরিশাল, রংপুর, খুলনাসহ দেশের বিভিন্ন জেলা শহর ও মহানগরে।

সমাবেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি ঊষাতন তালুকদার সরকারের উদ্দেশে বলেন, ‘সোজাসাপ্টা কথা হলো, কথা দিয়েছেন, কথা রাখেন। সেটাই আসল বিষয়।’ তিনি বলেন, আর কালবিলম্ব না করে দাবি পূরণ করেন নির্বাচনের আগে। তা না হলে কোনো কিছু ঘটলে দায়ভার সরকারকে নিতে হবে।

সংখ্যালঘু কমিশন গঠন ও সংখ্যালঘু সুরক্ষা আইনসহ আওয়ামী লীগের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দাবিতে গত ২২ ও ২৩ সেপ্টেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে গণ–অনশন ও গণ–অবস্থান কর্মসূচি পালন করেছিল ঐক্য পরিষদ। ২৩ সেপ্টেম্বর অনশনস্থলে এসে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবির বিন আনোয়ার ঐক্য পরিষদের নেতাদের আশ্বস্ত করে বলেছিলেন, সংখ্যালঘু কমিশন সবার আগে করার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। আর সংখ্যালঘু সুরক্ষা আইন সংখ্যালঘু কমিশনের সুপারিশ অনুযায়ী হওয়া উচিত। তিনি বলেছিলেন, সংখ্যালঘু কমিশন শেষ পর্যায়েই আছে বলা যায়। আর অন্য আইনগুলো (নির্বাচনী প্রতিশ্রুতিতে থাকা) পরীক্ষা-নিরীক্ষা করে, সংখ্যালঘু কমিশনের মতামত নিয়ে করতে আরও বেশ কিছু সময় লাগতে পারে। তাঁর বক্তব্যের পর সেদিন অনশন ভেঙেছিলেন ঐক্য পরিষদের নেতারা।

সমাবেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, গত ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নির্দেশে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার অনশনস্থলে এসে বলেছিলেন, এই অক্টোবর মাসেই জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঐক্য পরিষদ সরকারকে জাতীয় সংখ্যালঘু কমিশন প্রতিশ্রুতি অনুযায়ী এ মাসের মধ্যে গঠনের জন্য অনুরোধ জানাচ্ছে।

সংসদের এবারের অধিবেশনে কী সিদ্ধান্ত আসে, তা দেখে আগামী ৪ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করা হবে বলে জানান রানা দাশগুপ্ত। তিনি বলেন, এর মধ্যে যদি প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়, তাহলে ৪ নভেম্বরের বক্তব্য হবে এক। আর যদি না হয়, তাহলে যে সিদ্ধান্ত সেদিন আসবে, তার জন্য ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুরা কোনোভাবেই দায়ী থাকবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক। আরও বক্তব্য দেন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথসহ অন্য নেতারা। সমাবেশ শেষে প্রেসক্লাবের সামনে থেকে পরিষদের নেতারা মিছিল বের করেন। মিছিলটি পুরানা পল্টন হয়ে আবার প্রেসক্লাবে এসে শেষ হয়।

একে/

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সংখ্যালঘু কমিশন গঠন সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন