বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা : স্বপ্ন জাল - শামীম আহম্মেদ

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৭ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৩

#

প্রতীকী ছবি

স্বপ্ন জাল

——শামীম আহম্মেদ

কে সে মেঘের আড়ালে? 

বাঁশের বাঁশি বাজিয়ে মনকে করিল উদাসী

উদাসী মনে ক্লান্তি ক্ষণে ক্ষণে দেয় দোলা

বাঁশির সুরে আমার ক্লান্তি করিল দূর।


ঘোলাটে মেঘের আড়ালে বার বার হাসি হেসে চোখের পলকে যায় সে হারিয়ে

বনে জঙ্গলে খুঁজি আমি তারে 

আমার হৃদয় গহিনে বাঁধিল বাসা। 


ছোট কুঁড়ে ঘরে চাঁদনী রাতে হাতে হাত রেখে,

প্রেমের নাটালে গাঁথিল সুত হীন মালা 

শিশির ভেজা ঘাসে সে হেসে পিপাসা ধরিয়ে দেয় হিয়ার মাঝে

বসন্তের আগমনে তার বুকে যৌবন ফিরে আসে, 

তুমি অমৃত, তুমি যৌবন, তুমি যেওনা হারিয়ে।

কবিতা স্বপ্ন জাল

খবরটি শেয়ার করুন