শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা : বিজয়ের মন —প্রশান্ত দাস কথা

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৫ পূর্বাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বিজয়ের মন

— প্রশান্ত দাস কথা 

বাংলাদেশে পাক শাসনের আসন যেদিন টলে

সেদিনটাকে আজকে সবাই ‘বিজয় দিবস’ বলে।

বিজয় কিন্তু অনেক দামী; সহজলভ্য নয়

মুক্তিসেনা বিজয় আনে জয় করে সব ভয়।


বিজয় দিবস রক্তে ধোয়া, বীর শহীদের স্মৃতি

বিজয় নিয়েই আজকে লেখা-কবিতা আর গীতি।

বিজয় মাখা ফুল-পাতায়, বিজয় সবুজ ঘাসে

বছর ঘুরে এদিনটি বারে বারে আসে।


তোমাদের রক্তে রঙিন, বাংলাদেশের মাটি

বিজয়ের শপথে, হয়েছি সবাই খাঁটি। 

মুক্তিযুদ্ধের সকল স্মৃতি বাঙালীর হৃদয়ে জাগে

বিজয় দিবসে তোমার স্মৃতি, জাগুক সবার মাঝে।

এসি/ আই.কে.জে/

আরো পড়ুন: কবিতা : লাল সবুজ পতাকা - সিফাত রাখী

কবিতা প্রশান্ত দাস কথা

খবরটি শেয়ার করুন