প্রতীকী ছবি
হারিয়ে গেছি, হারিয়ে ফেলেছি!
-- খোকন কুমার রায়
আমি হারিয়ে গেছি, আমাকেই খুঁজে পাচ্ছি না!
দুঃস্বপ্নে ঘুম ভেঙে গেলো ঠিক মধ্য রাতে
চোখ খুলে দেখি ঘোর অন্ধকার চারিপাশ
আরে, দুঃস্বপ্নটাই সত্যি হয়ে গেলো যে
কোথাও পাচ্ছি না খুঁজে আমাদের আমাকে!
যেমন পাচ্ছি না প্রিয় বন্ধু রাম, রহিম, বুদ্ধ, যীশুদের
কোথায় যে হারিয়ে গেলো সেই আমাদের সবাই!
আনমনে হাতড়াচ্ছি আপন অস্তিত্ব সন্ধানে
অস্থিমজ্জা, রক্তমাংস, বোধ, বিবেক
কিচ্ছু নেই আর নাগালে।
এ যে এক ভয়ংকর অস্তিত্ব সংকট।
কারণ খোঁজা শুরু করলাম। কিন্তু একি!
দেখি, ধর্ম নামক ধারিত শান্ত, সৌম্য, সুদর্শন অনুভূতি
মানব মস্তিষ্কে স্বরূপ হারিয়ে নিয়েছে দানব আকৃতি
ধ্বংস করছে সভ্যতা, সংস্কৃতি, মনুষ্যত্ব, বিবেক
আর চেনা মুখগুলো হয়ে যাচ্ছে ক্রমাগত অচেনা!
রাষ্ট্রের ভূমি, সীমানা, প্রকৃতি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব
রাজনৈতিক কূটচালে ধারণ করেছে ধর্ম।
আজও বুঝলাম না!
রাষ্ট্র না মানুষ, কে পালন করে ধর্ম
কেই বা বুঝাবে রাষ্ট্রধর্মের মর্ম!
পেয়েছি! তোমাকে, আমাকে খুঁজে না পাবার কারণ
কিন্তু এ বিষয়টা যে প্রকাশ্যে বলতে আছে বারণ!
তুমি, আমি এবং সে গেলাম হারিয়ে
আর আমরা সবাই গেলাম যে হেরে!
আরো পড়ুন: কবিতা: বদ্বীপে চলছি -ভীষ্মদেব বাড়ৈ