রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা: আমিও বনফুলের দলে -খোকন কুমার রায়

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫০ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

আমিও বনফুলের দলে

-খোকন কুমার রায় 

যত্নে ফলিত নামি দামি বাহারি গোলাপের চেয়ে

নাম না জানা বুনো ফুলই  আমার পছন্দ!


অনাদরে ফুটে থাকে প্রকৃতির বাগানে

চলার পথে পিষে ফেলে তারে কতজনে

কখনো বা কেউ যদি তুলে যতনে

তাকিয়ে থাকে বিস্ময়ে মুগ্ধ নয়নে!


অল্পটুকু ভালোবাসা পেলেই বনফুল 

আনন্দ উচ্ছ্বাসে সে হয় যে আকুল

এ যে পরম প্রাপ্তি এই ক্ষণিক প্রাণে

প্রিয়ার খোপায় যেতে জাগে সাধ মনে!


বনফুল ফোটে আর ঝরে যায়

আপন হতে কারো রয় অপেক্ষায় 

সাঁঝের বেলায় ভাবে ব্যথিত মনে 

বৃথাই গেলো দিন খুঁজে প্রিয়জনে!


আমিও যে গেলাম মিশে বনফুলের দলে

অগোচরেই যাই ঝরে পাপড়িগুলো মেলে!


আরো পড়ুন: কবিতা: অষ্টাদশীর পোড়া -শুভাশীষ কুমার চ্যাটার্জী

খোকন কুমার রায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন