ছবি: সংগৃহীত
কদম কথা বলে
- ভীষ্মদেব বাড়ৈ
ফুল ছিঁড়তে গিয়ে
ফুলের কাছে যেয়ে দেখি,
ফুল ইশারায় ডাকে
কদম কথা বলে উঠে।
আমি কদমের সাথে করলাম বর্ষার গল্প,
ফাগুনের সাথে শিমুলের,
আমি তোমার কাছে ফুল-শিশিরের গন্ধ পাঠালাম
জুঁই-চামেলী পারুলের।
বর্ষায় কদম চুয়ে
পরাগ খসে পড়ছে
আমি ঠোঁট ছোঁয়ালাম,
আমি বর্ষা জলে কদম ফুলে
তোমাকে পেলাম।
অধর কোণে, চুম্বন সুখ
ফুলের মালি পাগলপারা,
এসো গোপন, এসো সুজন শ্রাবণ রাতের বাদল ধারা।
আরো পড়ুন: কবিতা: বৃষ্টি ভালোবেসে -নীলিমা শীল