সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা: কালবেলা -খোকন কুমার রায়

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৪ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

‘কালবেল ’ 

খোকন কুমার রায় 


কোনো কিছুই আর ভাবি না

যে  যা খুশি যাই করোনা

তাতে আমার আর কিছুই যে

আগে পরে যায় আসে না!


এখন আমি রাগ করি না

আগ বাড়িয়ে লই না খবর

যা যা ঘটে সব স্বাভাবিক 

ভবিতব্য যে অজানা!


এখন আমি অসামাজিক 

হয়ে গেছি সবার অচেনা 

সমাজ বদ্ধ অসভ্যেরা 

করেছে আমায় ঘরকোনা!


এখন আমি এক ঘরে জীব

হয়ে গেছি অন্যজনা

তোমরা সবে কর মিছিল 

নষ্ট পথে আনাগোনা! 


এখন আমি বিচ্ছিন্ন প্রান

ভীনগ্রহী এক এলিয়েন 

হৃদয় চিরে রক্ত ঝরাই

রঙ্গ তামাসার প্রযোজনা! 


এখন আমি নিত্য বিলাই 

অন্ধের মাঝে আলোকবার্তা

অন্ধকারে যাদের বাসা

তারা যে কেউ আলো চায় না!


যতই  তারে বুঝাই আমি

আকাশটা যে অনেক বিশাল

কুয়োর মাঝে চিতকারে ভেক

ফালতু কথা আর বলো না


আকাশ খুবই ছোট গোলাকার 

অতি ক্ষুদ্র তাহার আকার

জন্ম থেকেই দেখে আসছি

তোমার কথায় বিশ্বাস যায় না!


এখন আমি লয়ে হাতে

সক্রেটিসের বিষের পেয়ালা

একটু পরেই  দিব চুমুক 

এসে গেছে সেই কালবেলা!


আরো পড়ুন: কবিতা: চারদিন আয়ু - শুভাশীষ কুমার চ্যাটাজী

কবিতা: কালবেলা খোকন কুমার রায়

খবরটি শেয়ার করুন