ছবি-সংগৃহীত
বদ্বীপে চলছি
----ভীষ্মদেব বাড়ৈ
নিয়ন্তার হাত ধরে নিয়তি
ডান বাম খেলতে খেলতে একদিন সবকিছু বদ্বীপে ভাসিয়ে নিয়ে যায়।
যেমন পৃথিবী ঘোরে, চাঁদ ঘোরে সূর্য ঘোরে, কোনকিছু থেমে থাকে না,
কোনকিছু একটুও স্থির নেই, সময় সবকিছু ভাসিয়ে নিয়ে যায়।
আমিও ভাসছি শ্রাবণে শ্রাবণে,
ভাদরে ভাদরে,
আমিও ভাসছি অবহেলা, অনাদরে!
স্রোত চলছে, আমি থেমে আছি,
অথচ নৌকা আমাকে নিয়েই চলছে, এতে কি করে বলি- আমি থেমে আছি?
মিথ্যে আশ্বাসে মাঝে মাঝে ঘাটের মাঝি ঘাটে ফিরে আসে,
যে আসে স্থবির-অসার,
যে চলে যায়, সে সময়ের নিত্য দোসর।
আমরা নিয়ম মানতে মানতে একদিন বাঁধা পড়ে যাই,
অথচ শেকল বন্দী মানুষ
মন পালাইয়ের যাদুতে পুরাতন শেকল ভাঙে।
যে মানুষটি বন্দী, সে সভ্যতা গড়ে দিয়ে ফিরে যায় সময়ের যাত্রী হয়ে, কোনদিন পেছনে ফিরে আসে না, চলছে কোথা সেও জানে না।
চলছে জাহাজ, চলছে ট্রেন
চলছে ট্রাম, চলছে ক্রেন,
আমিও চলছি পথিক
আমিও চলছি রোজই,
আলো আছে বুকের ভেতর
অথচ মিথ্যকে ভালোবেসে সযতনে আঁধারের বদ্বীপ খুঁজি।
আরো পড়ুন: কবিতা: আদি-অন্ত - খোকন কুমার রায়
খবরটি শেয়ার করুন