সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা: বরষার সুর -খোকন কুমার রায়

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩২ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

বরষার সুর

খোকন কুমার রায় 

মেঘেরা বাঁধে সুর

আর বৃষ্টি গায় গান

রিমঝিম রিমঝিম বাজে

কি মধুর তান!


সাথে বাজে তোমার নুপুর

কি মায়াবী বর্ষার দুপুর

বৃষ্টির ছন্দে কি আনন্দে

জেগে ওঠে প্রাণ!


কত সখি নাইওরি যায়

মাঝিরা ভাটিয়ালি গায়

হেলে দুলে নৌকা চলে

তারি সাথে মনটা দোলে!


মেঘের ভেলায় ভেসে ভেসে

মন চলে যায় অচীন দেশে

হঠাৎ আবার দমকা হাওয়ায় 

তোমার কাছে ফিরে আসে !


বরষার ঐ ঝর্না ধারায়

প্রেমে পাগল মনটা হারায়

নব যৌবন পেয়ে এ মন

শুধু তোমায় ছুঁতে চায়!

আরো পড়ুন: কবিতা: নষ্ট ভাবনা-খোকন কুমার রায়

কবিতা খোকন কুমার রায়

খবরটি শেয়ার করুন