রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা: শুধু তোকেই -খোকন কুমার রায়

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৯ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৩

#

শুধু তোকেই

-খোকন কুমার রায় 

আমি বার বার হেরে যাই

তবুও তুই জিতে যা

শুধু এনে দিস আমায়

বৃষ্টি এক পসলা!


তোকেই শুধু ডাকি

যতই থাকিস দূরে

তোকেই শুধু আঁকি

বসে অন্তপুরে!


আমি বার বার হতে চাই

শুধু তোরি একজনা

বলব সব গোপন কথা

তুই  জানিস না!


তোকেই শুধু ভাবি

হয়ে তোরি আপনা

হয় বিবর্ণ সব রং

যখন তুই বুঝিস না!


তুইই বলে দে না

কি করি যে এখন

তোকেই দিয়ে দিলাম

আমার সব ভাবনা!


আমি বার বার ছুঁতে চাই

আর জমিয়ে রাখি কান্না

তোকে নিয়েই দেখি স্বপ্ন 

আমায় বুঝে নে না!


চোখের তারায় থাকিস রে তুই

তোরি অগোচরে 

চোখের নজর চলে গেলেও

থাকবি এই অন্তরে!


আরো পড়ুন: অনুকবিতা: টাকার যতনাম- অনুপম বিশ্বাস

কবিতা শুধু তোকেই খোকন কুমার রায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন