শুধু তোমার জন্য
-খোকন কুমার রায়
তোমার জন্য এনেছি কিছু
ঝি ঝি পোকার ডাক
তুমি শুনো কি আওয়াজ!
তোমার পথে জ্বালায় আলো
কিছু অচেনা জোনাক
তোমার কাটবে কি আঁধার!
তোমার জন্য এনেছি অরণ্য
আর সবুজ এক পাহাড়
তুমি আসবে কি আবার!
তোমার জন্য নিস্তব্ধ রাত
জাগে একফালি চাঁদ
দেখ একটি বার!
তোমার জন্য আকাশে আজ
রূপালী আয়োজন
তারারা সব গেঁথেছে মালা
তোমাকেই প্রয়োজন!
মেঘেরাও ছড়ায় দাবানল
বর্ষণ ভুলে যায়
এই বরষায় ফুটেনি কদম
তুমি আসোনি তাই!
আরো পড়ুন: কবিতা: চারদিন আয়ু - শুভাশীষ কুমার চ্যাটাজী
খবরটি শেয়ার করুন