কবিতা:শুভম সুন্দর- ভীষ্মদেব বাড়ৈ
শুভম সুন্দর
——ভীষ্মদেব বাড়ৈ
একটি নৌকাও যখন চলে
মনে হয় জীবন্ত,
পালে হাওয়া দিলে সুখ দোলা দেয়।
নদীর জোয়ার ভাটা
ঢেউয়ের লুটোপুটি
প্রদীপে আলোর সলতে
পাতা ও বাতাসের খেলা
চাঁদের আলো
তারার মিটিমিটি,
ভীষণ জীবন্ত লাগে।
প্রাণ থাকলেই জীবন্ত হয়
এ কথা আমি কখনো মানি না,
প্রাণ থেকেও কেউ সরল নির্জীব,
কেউ অর্ধমৃত ঘুমিয়ে থাকে,
আবার অপ্রাণীও মনে দোলা দেয়।
আমাকে নাচাতে জানে যে
দোলাতে জানে যে
ভোলাতে জানে যে
সেই তো জীবন।
আমি জীবনে
সুন্দর দেখি
শুদ্ধতা দেখি
সুখ আর মধুরতা দেখি,
হোক সে নিশ্চল পাহাড়
অথবা চলমান নদী।
তোমার হাতখানিও মাঝে মাঝে তোমার হতে আলাদা আর জীবন্ত হয়ে যায়-
যখন আমাকে ছুঁয়ে দেখো- অতল স্পর্শ দিয়ে,
চোখদুটিও ভিন্ন হয়ে যায়
যখন আমাকেই চোখ দিয়ে দেখো- গভীরতা নিয়ে।
গোলাপকে সবাই উদ্ভিদ বলে
আমি বলি- প্রাণ প্রতিমা,
আমি বলি- শুভম সুন্দর।
আরো পড়ুন: কবিতা: অপেক্ষাতে দিঠি - নীলিমা শীল