শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট *** ফার্মেসির পরামর্শে ডায়রিয়াতেও শিশুকে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক: গবেষণা *** সরকারি জমিতে অবৈধ রেস্টুরেন্ট-মার্কেট, উচ্ছেদের দাবি স্থানীয়দের *** ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে বাধা দেখছেন না নজরুল ইসলাম খান *** আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সুস্পষ্ট কূটনৈতিক সাফল্য: প্রধান উপদেষ্টা

কমেছে দেশি কাঁচা মরিচের দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৯ পূর্বাহ্ন, ২০শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

এক দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে দেশি কাঁচা মরিচের দাম। কেজি প্রতি কাঁচা মরিচ ১০ টাকা কমে বর্তমানে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, যা বৃহস্পতিবার বিক্রি হয়েছিল ১৬০ টাকা দরে।

শুক্রবার (২০ অক্টোবর) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

ব্যবসায়ীরা বলছেন, দেশের মোকামে কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধির কারণে কমেছে দাম। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। তবে ক্রেতাদের দাবি ১০০ টাকার নিচে যদি প্রতি কেজি কাঁচামরিচ পাওয়া যেতো তাহলে তাদের অনেক সুবিধা হতো।

কাঁচামরিচ কিনতে আসা ক্রেতারা বলেন, দেশের বাজারে প্রায় সব নিত্যপণ্যের দামই বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে অনেক নিত্যপণ্য। গত বছর এই সময়ে আমরা ৩০ থেকে ৪০ টাকা দরে প্রতি কেজি কাঁচামরিচ কিনেছিলাম। আর এখন কিনতে হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা দরে। কিছু দিন আগে আবার কিনতে হয়েছিল ২৫০ থেকে ৩০০ টাকা দরে। সরকার যদি এখনি বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারে তাহলে সাধারণ মানুষের সংসার চালানো অনেক কষ্টকর হয়ে পড়বে।

আরো পড়ুন: বিশ্ববাজারে কমেছে চিনির দাম

বিক্রেতারা বলেন, দেশের বিভিন্ন মোকামে কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। যার ফলে কাঁচামরিচের দাম প্রতিদিন উঠানামা করছে। বর্তমানে কিছুটা দাম কমে ১৫০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি।

এসকে/ 

কাঁচা মরিচ দাম কমেছে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন