ছবি: সংগৃহীত
চীন বলেছে, তারা কাশ্মীরের বিতর্কিত হিমালয় অঞ্চলে অনুষ্ঠিতব্য আসন্ন জি২০ পর্যটন বৈঠকে অংশ নেবে না। চীন ও পাকিস্তান উভয়েই মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরে এ অনুষ্ঠান আয়োজনের জন্য ভারতের নিন্দা করেছে। খবর আলজাজিরার।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন শুক্রবার বলেছেন, বেইজিং বিতর্কিত ভূখণ্ডে যে কোনো ধরনের জি২০ সভা আয়োজনের ঘোর বিরোধী এবং এ ধরনের বৈঠকে অংশ নেবে না।
২০১৯ সালে নয়াদিল্লি জম্মু ও কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল করে এটিকে একটি ফেডারেল অঞ্চলে রূপান্তর করেছে। জম্মু-কাশ্মীর এবং লাদাখ নিয়ে দুটি ফেডারেল অঞ্চল তৈরি করেছে ভারত। তবে লাদাখের একটা বড় অংশ চীনের নিয়ন্ত্রণে।
আরো পড়ুন: ওবামাসহ ৫০০ মার্কিন নাগরিকের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা
ভারত ও পাকিস্তান এই অঞ্চলকে সম্পূর্ণরূপে নিজেদের দাবি করলেও শুধু এর কিছু অংশ শাসন করে। ১৯৪৭ সালে ভারত ভাগের পর কাশ্মীর নিয়ে দুই দেশ তিনটি যুদ্ধ করেছে।
ভারত এ বছর জি২০-এর সভাপতি। সেপ্টেম্বরে নয়াদিল্লিতে শীর্ষ সম্মেলনের জন্য ভারতজুড়ে একাধিক বৈঠকের আয়োজন করেছে সরকার।
এম/ আই. কে. জে/
খবরটি শেয়ার করুন