রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কুয়াশায় আটকা বিমান, প্লেনের পাশে খাবার খেলেন যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৯ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় নির্ধারিত সময়ের প্রায় ৯ ঘণ্টা পর গোয়া বিমানবন্দর থেকে গন্তব্যের উদ্দেশে উড়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় ইন্ডিগোর দিল্লিগামী একটি বিমান। পরে বিমানটি মুম্বাই বিমানবন্দরে অবতরণ করে।

এতে যাত্রীরা পড়েন ভোগান্তিতে। জরুরি অবতরণের পর বিমানবন্দরের কর্মীরা যাত্রীদের নেমে আসার অনুরোধ করলেও তারা নামতে অস্বীকার করেন। শেষে দেখা যায় বিরক্ত হয়ে বিমানের পার্কিংয়ে (টারমার্ক) বসে রাতের খাবার খান যাত্রীরা।

রোববার দুপুর ২টা ২৫ মিনিটে মুম্বাইয়ের উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল ইন্ডিগোর বিমানটির। কিন্তু প্রতিকূল আবহাওয়ার জন্য বিমানটি রাত ১১টা ৪০ মিনিটে গোয়া বিমানবন্দর ছাড়ে। কিন্তু মাঝআকাশেই পথ বদলে সেটি মুম্বাই বিমানবন্দরে অবতরণ করে।

তারপর যাত্রীদের নেমে আসার অনুরোধ করা হয়। বিমান সংস্থাটির পক্ষ থেকে খাবারও দেওয়া হয় যাত্রীদের। কিন্তু ক্লান্ত এবং বিরক্ত যাত্রীরা বিমান থেকে নামতে রাজি হননি। অনেকেই দ্রুত দিল্লি পৌঁছে দেওয়ার আর্জি জানান।

শেষমেশ বহু ভোগান্তির পর সোমবার (১৫ই জানুয়ারি) রাত ২টা ৩৯ মিনিটে দিল্লির উদ্দেশে রওনা দেয় বিমানটি।

এদিকে সামাজিক মাধ্যমে নিজেদের ক্ষোভ উগরে দেন যাত্রীরা। এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রীর সচিবালয়, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীকে ট্যাগ করে অনেকেই দাবি করেন যে, বিমানে থাকা মেয়েদের নিরাপত্তার সঙ্গে আপস করা হয়েছে। পরে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেন ইন্ডিগোর মুখপাত্র।

এইচআ/ আই. কে. জে/ 


বিমান কুয়াশা গোয়া বিমানবন্দর ইন্ডিগো এয়ারলাইন্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন