মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কৃষ্ণসাগরে উত্তেজনার মধ্যে ওডেসা বন্দর ছাড়লো শস্যবাহী জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

ছবি: জোসেফ শুল্টে জাহাজ

কৃষ্ণসাগরীয় খাদ্যশস্য চুক্তি থেকে রাশিয়া বেরিয়ে যাওয়ার পর প্রথমবার ইউক্রেনের ওডেসা বন্দর থেকে হংকংয়ের পতাকাবাহী একটি শস্য বোঝাই জাহাজ ছেড়ে গিয়েছে । 

বুধবার (১৬ আগস্ট) ওডেসা থেকে জোসেফ শুল্টে নামের জাহাজটি হংকং এর উদ্দেশে ছেড়ে যায়। 

সামাজিকমাধ্যম ফেসবুকে পোস্টে অবকাঠামোমন্ত্রী ওলেক্সান্ডার কুব্রাকভ বলেছেন, হংকং পতাকাবাহী জাহাজ জোসেফ শুল্টে খাদ্যপণ্যসহ ৩০ হাজার মেট্রিক টন মালামাল নিয়ে বসফরাস প্রণালীর দিকে রওনা হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করলে জাহাজটি ইউক্রেনের বন্দরে আটকা পড়ে। যুদ্ধ শুরুর প্রথমবার ভাসলো এটি।

গত বছরের জুলাইয়ে জাতিসংঘের মধ্যস্থতা ও তুরস্কের উদ্যোগে রাশিয়া ও ইউক্রেন কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় খাদ্যশস্য রফতানির চুক্তি করেছিল। এর আওতায় কয়েক লাখ টন ময়দা, গমসহ বিভিন্ন পণ্য রফতানি হয়েছে। চুক্তির অধীনে কৃষ্ণ সাগর দিয়ে রাশিয়াও নিজেদের খাদ্যশস্য ও সার রফতানি করার সুযোগ পায়। কিন্তু চুক্তির শর্ত মানা হচ্ছে না অভিযোগ তুলে বেরিয়ে যায় মস্কো। 

এম.এস.এইচ/

রাশিয়া-ইউক্রেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন