শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

‘কেজি ৩৫০ টাকায় বিক্রি করা সম্ভব গরুর মাংস’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৬ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩

#

গরুর মাংস: ফাইল ছবি

আমদানি করার মাধ্যমে গরুর মাংসের কেজি ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ।

শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) আয়োজিত এক ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাণিজ্যসচিব বলেন, এখন হয়তো ভোক্তাদের ৮০০ টাকা কেজিতে গরুর মাংস কিনতে হচ্ছে। কিন্তু ব্রাজিল-আর্জেন্টিনা থেকে গরুর মাংস আমদানি করা গেলে ভোক্তারা ৩৫০ থেকে ৪০০ টাকা কেজিতে কিনতে পারবেন। কিন্তু দেশীয় উৎপাদনকারীদের সুরক্ষা ও সহযোগিতা করার জন্য সেটি করা হচ্ছে না।

তিনি বলেন, ভোক্তাদের সুবিধা দেওয়ার জন্য আমদানি উন্মুক্ত করে দেওয়া প্রয়োজন। উন্নত দেশগুলো আমদানিতে কোনো বিধিনিষেধ দেয় না। কিন্তু আমরা অনেক বিধিনিষেধ দিয়ে রেখেছি। কারণ আমাদের দেশে বেকার অনেক, আর তাদের কর্মসংস্থানের লক্ষ্যে দেশীয় উৎপাদকদের সুরক্ষা দিতেই এমনটি করা হচ্ছে।

বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্রেসি।

এসকে/ 

গরুর মাংস বাণিজ্যসচিব গরুর মাংস আমদানি

খবরটি শেয়ার করুন