শনিবার, ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়ায় 'সেভেন সিস্টার্সকে' বিমসটেকের কেন্দ্রবিন্দু বলল ভারত *** 'রোহিঙ্গা ইস্যুতে এখনই উপসংহারে পৌঁছানো উচিত হবে না' *** ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে থাকা ঈদের সিনেমার গান *** থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা *** ইউনূস–মোদির বৈঠকে 'আশার আলো' দেখছে বিএনপি *** ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক *** সম্পর্ক খারাপ হয়, এমন বক্তব্য পরিহার করার আহ্বান ভারতের প্রধানমন্ত্রীর *** সাড়া ফেলেছে নিশো–তমার ‘দাগি’, বেড়েছে শো *** রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার, প্রথম ধাপে যাবে ১ লাখ ৮০ হাজার *** ঈদে সিনেমা হলে কেন নেই ‘জ্বীন থ্রি’, যা বলছেন প্রযোজক

কেজিতে ৪০ টাকা কমেছে কাঁচা মরিচের দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

কয়েক মাস আগে বাজার অস্থির করা কাঁচা মরিচের দাম কমছে হুহু করে। সপ্তাহ ব্যবধানে পাইকারিতে কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা কমে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

শুক্রবার (২৪ নভেম্বর) কেরানীগঞ্জের জিনজিরা, আগানগর ও রাজধানীর কারওয়ানবাজারসহ বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম। পাইকারি পর্যায়ে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বাজারে কাঁচা মরিচের সরবরাহ বেড়েছে। চাহিদাও আগের মতো নেই। এতে কমতে শুরু করেছে দাম।  

এদিকে পাইকারি বাজারে দাম কমার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। সপ্তাহ ব্যবধানে কেজিপ্রতি কাঁচা মরিচের দাম কমেছে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত। খুচরা পর্যায়ে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়।

কারওয়ানবাজারের মরিচ বিক্রেতা সাইফুল বলেন, বাজারে কাঁচা মরিচের আমদানি বেশি। তাই দাম কমেছে। সরবরাহ ঠিক থাকলে দাম আরও কমতে পারে। 

খুচরা বিক্রেতারা জানান, পাইকারি পর্যায়ে দাম কমায়, খুচরা বাজারেও দাম কমতির দিকে। তবে বাজারে পর্যাপ্ত ক্রেতা নেই।

ক্রেতারা বলেন, কিছুদিন আগেও ঘাম ছুটিয়েছে মরিচের দাম। এখন দাম কমতে শুরু করেছে। কেজিতে ৩০-৪০ টাকা কমেছে।

উল্লেখ্য, গত কোরবানির ঈদের সময় সরবরাহ সংকটের অজুহাতে বেড়ে যায় কাঁচা মরিচের দাম। দাম পৌঁছায় ১ হাজার ২০০ টাকা। সে সময় দাম নিয়ন্ত্রণে ভারত থেকে মরিচ আমদানির অনুমতি দেয় সরকার।

এসকে/ 

কাঁচা মরিচ দাম কমেছে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন