শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নুরুল হকের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানাল অন্তর্বর্তী সরকার *** নুরকে ফোনকল করেছেন প্রধান উপদেষ্টা, জানালেন গণঅধিকারের দপ্তর সম্পাদক *** নুরের ওপর হামলার বিচারবিভাগীয় তদন্ত করবে সরকার *** ৪ মাস ১৮ দিন পর পাগলা মসজিদের দানবাক্সে ৩২ বস্তা টাকা *** ঢামেকে এক ঘণ্টা অবরুদ্ধ আসিফ নজরুল, বেরোলেন বাগান গেট দিয়ে *** কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য *** আসিফ নজরুলকে 'ভণ্ডামি বাদ দিতে' বললেন হাসনাত আবদুল্লাহ *** অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে জেল ও জরিমানা *** মুরগি খাওয়া রোধে পাতা ফাঁদে ধরা পড়ল মেছো বাঘ *** আর্জেন্টিনার হয়ে মেসির সময় তাহলে ফুরিয়ে এল

কেন বয়সে ছোট যোগীর পা ছুঁয়ে প্রণাম করলেন রজনীকান্ত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৭ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

দক্ষিণী ছবির দুনিয়ায় তিনি সব থেকে বড় তারকা। দর্শক তাঁকে ডাকেন ‘থালাইভা’ সম্বোধনে। দেবতার মতো তাঁর পুজো করেন দক্ষিণের দর্শকরা। তিনি রজনীকান্ত। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘জেলর’। গড়ে দিনে একশো কোটি টাকা লাভ করেছে এই ছবি। সর্বভারতীয় মেগাতারকা তিনি। তাঁর জনপ্রিয়তার বিস্তার বিশ্ব জুড়ে।

সম্প্রতি আধ্যাত্মিক সফরে পাহাড়ে গিয়েছিলেন অভিনেতা। ফিরেও এসেছেন ইতিমধ্যেই। তার পরই রজনীকান্তকে দেখা গেল উত্তরপ্রদেশে। তা-ও আবার সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনে। সেখানেই যোগী আদিত্যনাথের পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় থালাইভাকে। তাতেই বেজায় ক্ষুব্ধ অভিনেতার অনুরাগীরা। খানিকটা অসম্মানের চোখেই দেখছেন তাঁরা অভিনেতার এই আচরণকে।

বছর ৭২-এর অভিনেতা নাকি পা ছুঁয়ে প্রণাম করলেন ৫২ বছরের যোগী আদিত্যনাথকে! ব্যাপারটা ভাল চোখে নেননি তাঁর দক্ষিণের অনুরাগীরা। সম্প্রতি উত্তরপ্রদেশে ‘জেলর’ ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়। সেই উপলক্ষেই সস্ত্রীক সে রাজ্যে পা রাখেন অভিনেতা।

এই সফরেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনে গিয়ে তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন রজনীকান্ত। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান অভিনেতাকে। তবে মহাতারকার এমন সৌজন্য প্রকাশেই চটেছেন তাঁর অনুরাগীরা।

আরো পড়ুন: ৩২ বছর পর পর্দা ভাগ করবেন অমিতাভ-রজনীকান্ত জুটি

কেন এক জন এত বড় অভিনেতা পা ছুঁয়ে প্রণাম করবেন তাঁর থেকে প্রায় বছর কুড়ির ছোট রাজনীতিককে? সমাজিক যোগাযোগ মাধ্যমে কেউ লিখেছেন, ‘‘আত্মসম্মানটা কি তামিলনাড়ুতে রেখে এসেছেন?’’ কেউ কেউ তো আবার বিশ্বাসই করতে পারছেন না, এমন কোনও ঘটনা ঘটেছে! তাঁদের বক্তব্য, ‘‘উনি কি সত্যি যোগীর পাঁ ছুঁয়েছেন!’’

কেউ কেউ আবার অভিনেতার এই আচরণের ব্যাখ্যা খুঁজেছেন। তাঁদের যুক্তি, রজনীকান্ত অত্যন্ত ধার্মিক মানুষ। যোগীর সন্ত পরিচয়ের কারণে এ ভাবে তাঁকে সম্মান জানিয়েছেন! যদিও গোটাটাই জল্পনা। অভিনেতার এমন আচরণের নেপথ্য কারণ জানা রয়েছে কেবল তাঁরই।

এসি/ আই.কে.জে/


রজনীকান্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন