রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

কেন হেমাকে অন্য নায়কের সঙ্গে ছবি তুলতে দিতেন না ধর্মেন্দ্র

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম নামজাদা জুটি তাঁরা। তবে তাঁদের নিয়ে বিতর্কও অন্তহীন। বলিউডের বর্ষীয়ান তারকা ধর্মেন্দ্র ও ড্রিম গার্ল হেমা মালিনী। ৪৩ বছরের দাম্পত্য জীবন তাঁদের। প্রেম তো আছেই, তবে ঝগড়া-ঝামেলার পাল্লাও কম ভারী নয়। প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে বিবাববিচ্ছেদ না করেই হেমাকে বিয়ের করেছিলেন ধর্মেন্দ্র। ১৯৮০ সালে হেমার সঙ্গে সংসার পাতেন তিনি।

সেই সময় হেমা বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা। তাঁর সৌন্দর্যে মুগ্ধ পরিচালক থেকে নায়করা। সেই বিষয়কেই নাকি খুব একটা ভাল চোখে দেখতেন না ধর্মেন্দ্র। এমনকি, নায়কদের সঙ্গে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলতেও হেমাকে বারণ করতেন তিনি।

তখনও সাতপাক ঘোরেননি ধর্মেন্দ্র ও হেমা। বলিউডে তখন তাঁদের প্রেমের গুঞ্জন সর্বত্র। তখন হেমার বাড়ির উল্টো দিকেই থাকতেন ধর্মেন্দ্র। প্রতি দিন সকালে এসে হেমার সঙ্গে ঝগড়া না করলে নাকি দিন শুরুই হত না ‘শোলে’ খ্যাত তারকার।

এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্র জানান, হেমাকে খারাপ মুডে দেখলেই তাঁর মাথা গরম হয়ে যেত। এ দিকে হেমার দাবি, সকালে ঘুম থেকে উঠে তাঁর চোখমুখের অবস্থা তেমনই থাকত। তাঁর মন খারাপ না হওয়া সত্ত্বেও ধর্মেন্দ্র নাকি ভাবতেন তিনি খারাপ মুডে রয়েছেন।

ওই সাক্ষাৎকারে ধর্মেন্দ্র বলেন, ‘‘কিছু নায়কদের সঙ্গে যে ভাবে ছবি তোলে হেমা, আমি সেটা পছন্দ করি না।’’ সঙ্গে সঙ্গে হেমা উত্তর দেন, ‘‘আর নিজের বেলায়? আমার যেন সব পছন্দ! আমি তো কত নায়িকার সঙ্গে ওর কত ছবি দেখেছি! সেই বেলায়?’’ হেমার প্রশ্নে ধর্মেন্দ্রর উত্তর, ‘‘সেগুলো শুধুই ছবি, তার পিছনে অন্য কোনও গল্প নেই।’’

আরো পড়ুনঅক্ষয়কে চড় মারলেই ১০ লাখ রুপি পুরস্কার!

১৯৫৪ সালে প্রকাশ কৌরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন ধর্মেন্দ্র। দম্পতির দুই সন্তান, সানি দেওল ও ববি দেওল। ২৬ বছরের দাম্পত্যজীবনের পরে ১৯৮০ সালে হেমার সঙ্গে সংসার পাতেন ধর্মেন্দ্র। তখনও প্রথম স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদের পথে হাঁটেননি বর্ষীয়ান তারকা।

ধর্মেন্দ্রর প্রথম পক্ষের পরিবারের সঙ্গে তেমন সম্পর্ক নেই হেমার। যদিও তা তিক্ততার কারণে নয়। হেমার দাবি, তিনি তাঁদের বিরক্ত করতে চান না বলেই তাঁদের বিষয়ে নাক গলান না। তবে দেওল পরিবারের চার ভাই-বোনের মধ্যে সম্পর্ক খারাপ নয়।

সানির ছেলে কর্ণ দেওলের বিয়েতে এষা দেওল ও অহনা দেওলকে দেখা না গেলেও সম্প্রতি সানির ‘গদর ২’ ছবির বিশেষ প্রদর্শনের আয়োজন করেছিলেন এষা নিজে।

এসি/ আই.কে.জে.


হেমা ধর্মেন্দ্র!

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250