মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত *** ঠাকুরগাঁওয়ে অপহৃত কিশোরী ৫০ দিন পর টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ১ *** ভারত থেকে আজই দেশে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম *** পাইলট খালি মাঠে বিমানটি নামানোর চেষ্টা করেছিলেন: বিমানবাহিনীর প্রধান

কোঁকড়া চুলের যত্ন নেবেন কীভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ২০শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

কোঁকড়া চুল নিয়ে অনেকেই সমস্যায় ভোগেন। এ ধরনের চুলে প্রায়ই আগা ফাটা, শুষ্ক ও শক্ত হয়ে যাওয়া, নিয়মিত চুলে জট পড়া ইত্যাদি দেখা যায়। অনেক সময় বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেও এসব সমস্যায় সমাধান পাওয়া যায় না। সেক্ষেত্রে ঘরোয়া পদ্ধতিতেই নিতে পারেন কোঁকড়া চুলের যত্ন।

কীভাবে নেবেন কোঁকড়া চুলের যত্ন?

অ্যাপেল সিডার ভিনেগার : প্রাকৃতিকভাবে অ্যাসিডিক গুণাগুণ থাকার কারণে অ্যাপেল সিডার ভিনেগার চুলের পিএইচ ভারসাম্য বজায় রাখে। এটি ব্যবহারে চুল শক্ত ও মজবুত হয়।

করণীয় : সমান পরিমাণে অ্যাপেল সিডার ভিনেগার এবং পানি নিন । মিশ্রণ দুটি একসঙ্গে মিশিয়ে ৫-৭ মিনিট চুলে রেখে ভালোভাবে শ্যাম্পু করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি মাসে ১-২ দিন লাগাতে পারবেন।

ডিম : ডিমে রয়েছে উচ্চ পরিমাণে প্রোটিন ও বায়োটিন যা চুল পড়া নিয়ন্ত্রণ করে এবং চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে।

করণীয় : একটি ডিম ফাটিয়ে তাতে ১ টবিল চামচ মেয়োনিজ ও ১ টেবিল চামচ অলিভ অয়েল নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি পুরো চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। এরপর ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ১ বার লাগাবেন।

অ্যালোভেরা : এটি মাথার ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখে । এর ফলে মাথার ত্বকে জ্বালাপোড়া, চুল পড়া কমে।  অ্যালোভেরা চুলের উকুন ও খুশকি দূর করতে সাহায্য করে।

করণীয় : একটি তাজা অ্যালোভেরা মাঝ থেকে কেটে চুলের গোড়ায় লাগিয়ে ৩০মিনিট রেখে দিন। এরপর চুল কুসুম গরম পানি দিয়ে শ্যাম্পু করে ফেলুন। এটি সপ্তাহে ২ দিন লাগাতে পারেন।

গরম তেলের ম্যাসাজ : গরম তেলের ম্যাসেজ চুলের তালুর রক্ত সঞ্চালণ বৃদ্ধি করে, চুলের গোড়া শক্ত হয় ও চুলের বৃদ্ধি করতে সাহায্য করে।

করণীয় : পছন্দের যেকোনো তেল নিয়ে ২-৪ মিনিট গরম কারুন। আপনার মাথার ত্বকসহ চুলের আগা পর্যন্ত সহনীয় তাপমাত্রায় তেল লাগিয়ে আলতো হাতে ম্যাসাজ করুন। এরপর শাওয়ার ক্যাপ পরে টাওয়াল পেঁচিয়ে ১-২ ঘন্টা রেখে দিন। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

আরো পড়ুন: চুল রঙ করলে কি দ্রুত পাকে?

জবা : জবা সাধারণত চুল বৃদ্ধিতে সাহায্য করে। এটি মাথার ত্বকে থাকা দূষিত পদার্থ, ঘা ও খুশকি দূর করে এবং চুল পরা নিয়ন্ত্রণ করে। এর সাথে মধু যোগ করলে চুলকে মসৃণ করে তোলে।

করণীয় : কয়েকটি জবা ফুল ও পাতা নিয়ে ব্লেন্ড করে নিন। এরপর পুরো চুলে মেখে ২০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। পরেরদিন শ্যাম্পু করে ফেলুন।

এম এইচ ডি/ আই. কে. জে/

কোঁকড়া চুল চুলের যত্ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন