শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কোপা আমেরিকা ২০২৪ : ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ সূচি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৮ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

কোপা আমেরিকার ২০২৪ আসর বসবে যুক্তরাষ্ট্রে। আগামী ২০শে জুন পর্দা উঠবে টুর্নামেন্টের। উদ্বোধনী ম্যাচে শিরোপাধারী আর্জেন্টিনা মুখোমুখি হবে কনকাকাফ অঞ্চলের বাছাই পেরিয়ে আসা কানাডা ও ত্রিনিদাদ এন্ড টোবাগোর মধ্যে যেকোনো দলের। আটলান্টার মার্সেডিস বেঞ্জ স্টেডিয়ামে হবে দুই দলের লড়াই।

বিশ্বচ্যাম্পিয়নদের পরের ম্যাচ ২৫শে জুন। নিউজার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে চিলির বিপক্ষে খেলবে তারা। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে লিওনেল মেসির দল মাঠে নামবে ২৯ জুন। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে র‍্যাঙ্কিংয়ের ২৬ নম্বরে থাকা পেরুর বিপক্ষে।

‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হতে পারলে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল খেলবে ৪ জুলাই। হিউস্টনে তাদের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের রানারআপ দলটি। আর রানারআপ হয়ে কোয়ার্টার ফাইনালে গেলে তাদের খেলা হবে ৫ই জুলাই। প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন। ‘বি’ গ্রুপে আছে মেক্সিকো, ইকুয়েডর, ভেনিজুয়েলা এবং জ্যামাইকা। কোয়ার্টারের বাঁধা পেরুতে পারলে আর্জেন্টিনার সেমিফাইনাল হবে জুলাইয়ের ৯ই তারিখ। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে সেদিন দেখা যাবে মেসিদের।

ব্রাজিলও আসর শুরু করবে কনকাকাফ অঞ্চলের দলের বিপক্ষে ম্যাচ দিয়ে। ২৪ জুন ক্যালিফোর্নিয়ার ইনিংউডে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা ও হন্ডুরাসের মধ্যে একটি দল। ‘ডি’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই সঙ্গী কলম্বিয়া ও প্যারাগুয়ে।

রদ্রিগো-ভিনিসিউস জুনিয়রদের পরের ম্যাচ নেভাদার বিখ্যাত লাস ভেগাস শহরে। সেখানে প্যারাগুয়ের বিপক্ষে তারা খেলবে ২৮শে জুন। গ্রুপ পর্বের শেষ ম্যাচের জন্য আবার ক্যালিফোর্নিয়ায় ফিরবে ব্রাজিল। ২ই জুলাই সান্তা ক্লারার লিভাই স্টেডিয়ামে হবে কলম্বিয়ার সঙ্গে লড়বে তারা।

কোয়ার্টার ফাইনালে গেলে ব্রাজিলের ম্যাচ থাকবে ৬ই জুলাই। ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হতে পারলে তারা খেলবে ‘সি’ গ্রুপের রানারআপ হওয়া দলের বিপক্ষে। সেক্ষেত্রে অ্যারিজোনায় স্টেট ফার্ম স্টেডিয়ামে খেলবে তারা। আর নিজ গ্রুপে রানারআপ হলে লাস ভেগাসে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে হবে তাদের। ‘সি’ গ্রুপে আছে স্বাগতিক যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা এবং বলিভিয়া।

সেমিফাইনালে যেতে পারলে সেলেসাওরা উড়াল দেবে নর্থ ক্যারোলিনায় ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে। সেখানে ১০ই জুলাই খেলতে হবে তাদের।

ফাইনালের আগে দেখা হওয়ার সম্ভাবনা নেই আর্জেন্টিনা ও ব্রাজিলের। টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ১৪ই জুলাই, ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে।

ওআ/

ব্রাজিল আর্জেন্টিনা কোপা আমেরিকা

খবরটি শেয়ার করুন