রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলমান: আসিফ নজরুল *** ৫ই আগস্ট সামনে রেখে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী *** কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা... *** ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ *** অন্তর্বর্তী সরকারের ওপর শেখ হাসিনা সরকারের ‘ছায়া’ দেখছেন আনু মুহাম্মদ *** পাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির *** শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ *** বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল *** যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান *** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

উয়েফা নেশন্স কাপ

ক্রোয়েশিয়া নাকি স্পেন, শিরোপা কার?

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলে সাফল্য অনেক; কিন্তু এখনও কোনো শিরোপা জেতা হয়নি ক্রোয়েশিয়ার। ২০১৮ বিশ্বকাপের ফাইনালও খেলেছিলো তারা। সেবার ফ্রান্সের কাছে হেরে খালি হাতে ফিরতে হয়েছিলো। আবার ২০২২ বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিলো ক্রোয়াটরা।

তবে এবার একটি শিরোপা জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে লুক মদরিচরা। উয়েফা নেশন্স কাপের ফাইনালে ওঠার পর সেই শিরোপার সাফল্যের স্বপ্নই দেখছে ইউরোপের অন্যতম শক্তিশালী দেশটি।

ক্রোয়েশিয়ার স্বপ্ন পূরণে এখন সবচেয়ে বড় বাধাটির নাম স্পেন। কো লুইসি ডি লা ফুয়েন্তে প্রথম অ্যাসাইনমেন্টেই দলকে তুলে এনেছেন ফাইনালে। তার ক্ষুরধার মস্তিষ্ক ক্রোয়েশিয়াকে বঞ্চিত করতে পারে আরও একবার।

কিন্তু তা যে খুব কঠিন হতে যাচ্ছে, সেটা মানছেন ক্রোয়াট কোচ জ্লাতকো দালিচ, ‘ফাইনাল ম্যাচ সব সময়ই কঠিন। স্পেন শক্তিশালী দল।’

ফাইনালের একাদশে পরিবর্তন আনার সম্ভাবনা  নেই ক্রোয়েশিয়ার। অভিজ্ঞ অধিনায়ক লুকা মডরিচ, মাতেও কোভাচিচ ও মারসেলো ব্রোজোভিচের জুটিতে ক্রোয়েশিয়ার মিডফিল্ড হয়ে উঠেছে অপ্রতিরোধ্য। সেমিফাইনালে দুর্দান্ত খেলা দেখিয়ে মদরিচ হয়েছেন ম্যাচসেরা। শেষ দুই বিশ্বকাপে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে ক্রোয়েশিয়া। এবার আর শিরোপা না নিয়ে দেশে ফিরতে চান না মডরিচ।

আরো পড়ুন: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের বাছাইপর্ব

স্পেনের একাদশেও খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। দানি কারাবাহালের জায়গায় হেসুস নাভাসই মাঠে নামবেন ফাইনালে। সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করে জায়গা পাকা করেন তিনি।

সেমিফাইনালে স্বাগতিক নেদারল্যান্ডসকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে উঠে এসেছে ক্রোয়েশিয়া। অন্য সেমিফাইনালে ইতালিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন।

বাংলাদেশ সময় আজ রাত পৌনে ১টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। সরাসরি দেখাবে, টেন টু।

এম/




Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন