ছবি: সংগৃহীত
নিকাব ও হিজাব পরেই খাবার খাচ্ছিলেন এক মহিলা। এক হাত দিয়ে নিকাব সরিয়ে অন্য হাত দিয়ে খাবার খাচ্ছিলেন তিনি। আর তার সেই খাবার খাওয়ার ভিডিও টুইটারে ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা। এক টুইটার ব্যবহারকারী সেই ছবি শেয়ার করে লিখেছেন, ‘এটা কি একজন মানুষের পছন্দ?’
তার সেই টুইটটি চোখে পড়েছে একসময়ের বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিমের। তিনি সেই প্রশ্নকারীর জবাবে পাল্টা লিখেছেন, ‘এইমাত্র আমি একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। ঠিক এইভাবেই খেয়েছি। এটা সম্পূর্ণ আমার পছন্দ। এমনকি আমার চারপাশের সবাই আমাকে বকাঝকা করেন যে আমি যেন নিকাব খুলে ফেলি। তবে আমি তা করিনি।’
জায়রা ওয়াসিমের এই মতামতকে সমর্থন করেছেন তারা অনুসারীরা। তারা লিখেছেন, ‘আপনার উত্তর পছন্দ হয়েছে, সম্পূর্ণরূপে এটা আমাদের পছন্দ।’
আরো পড়ুন: কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির জন্মদিন আজ
অন্য একজন লিখেছেন, ‘কাকে কী করতে হবে এবং কী করতে হবে না তা বলা বন্ধ করুন, এটি যে যার জীবন এবং যে যার বিশ্বাস, তাই তাঁদের একা ছেড়ে দিন।’ আরও একজন লিখেছেন, ‘আল্লাহ আপনাকে আপনার ধর্ম অনুসরণ করার ক্ষমতা এবং মর্যাদা দিন। আমিন।’
প্রসঙ্গত, ২০১৯ সালের ৩০শে জুন ভক্তদের অবাক করে দিয়ে ‘দঙ্গল’, ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমার অভিনেত্রী জায়রা ওয়াসিম ঘোষণা করেন তিনি বিনোদন দুনিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন। তিনি আর পর্দায় কাজ করতে চান না। নিজের ধর্মের প্রতি বিশ্বাস থেকেই তার এই সিদ্ধান্ত।
এসি/
খবরটি শেয়ার করুন