ছবি: সংগৃহীত
হামাস-ইসরায়েল যুদ্ধের নীরব দর্শক ও অজনপ্রিয় প্যালেস্টাইনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের হাতে যুদ্ধপরবর্তী গাজার শাসনক্ষমতা হস্তান্তরের চিন্তা-ভাবনা করছে আমেরিকা ।
৮৮ বছর বয়সী এই পৌঢ়ই এখন গাজায় যুদ্ধের পর ভূখণ্ডটিকে শাসন করার জন্য তার প্যালেস্টাইন কর্তৃপক্ষকে যথেষ্ট রদবদল করে নিতে পারেন এই প্রত্যাশায় শীর্ষ আমেরিকার কর্মকর্তারা সম্প্রতি কয়েক সপ্তাহে আব্বাসের সঙ্গে দেখা করতে পশ্চিম তীর সফর করেছেন।
বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান গত শুক্রবার (১৫ ডিসেম্বর) আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্যালেস্টাইনি কর্তৃপক্ষে দ্রুত রদবদলের আহ্বান জানিয়েছেন তিনি। সালিভানই সর্বসাম্প্রতিক ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি আব্বাসকে এই পরিবর্তনের আহ্বান জানালেন।
এর আগে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন নভেম্বরের শেষ দিকে প্যালেস্টাইনি এই নেতার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের বলেছিলেন, তারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই, সুশীল সমাজের ক্ষমতায়ন এবং একটি মুক্ত সংবাদপত্রকে সমর্থনের জন্য সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।
তিনি প্যালেস্টাইনি এবং একজন জ্যেষ্ঠ আঞ্চলিক কর্মকর্তা এই আলোচনার বিষয়ে ব্রিফিং দিয়ে বলেছেন, রুদ্ধদ্বার ওই বৈঠকে ওয়াশিংটনের দেওয়া প্রস্তাবে প্যালেস্টাইন কর্তৃপক্ষের ওপর আব্বাসের কিছু নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার বিষয়টিও থাকবে।
কয়েকটি প্যালেস্টাইনি ও আঞ্চলিক সূত্র জানিয়েছে, ওয়াশিংটনের প্রস্তাবের আওতায় আব্বাস একজন উপপ্রধান নিয়োগ করতে পারেন, তার প্রধানমন্ত্রীর হাতে বৃহত্তর নির্বাহী ক্ষমতা তুলে দিতে পারেন এবং সংগঠনের নেতৃত্বে নতুন মুখ আনতে পারেন।
রামাল্লায় এক সাক্ষাৎকারে আব্বাস বলেছেন, তিনি প্যালেস্টাইন কর্তৃপক্ষকে নতুন নেতা দিয়ে পুনর্গঠন করা এবং নির্বাচন অনুষ্ঠান করতে প্রস্তুত। ২০০৬ সালে হামাস সর্বশেষ ভোটে জয়লাভ করার পর প্যালেস্টাইনি কর্তৃপক্ষ (পিএ) গাজা থেকে উৎখাত হওয়ার সময় থেকে নির্বাচন বন্ধ হয়ে আছে।
আরো পড়ুন: দ্রুত যুদ্ধবিরতি চায় তিন পরাশক্তি
গত সপ্তাহে আমেরিকার প্রস্তাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আব্বাস সাক্ষাৎকারে বলেছিলেন, “সমস্যাটি ফিলিস্তিনি রাজনীতিবিদদের পরিবর্তন করা কিংবা একটি নতুন সরকার গঠন করা নয়, সমস্যাটি হচ্ছে, ইসরায়েল সরকারের নীতি।”
আব্বাস তার দীর্ঘ শাসনের সমাপ্তি ঘনিয়ে আসছে সেকথা হয়ত মেনে নেবেন। তারপরও তিনি এবং অন্যান্য প্যালেস্টাইনি নেতারা বলছেন, আমেরিকা ইসরায়েলের প্রধান কৌশলগত মিত্র। তাই আমেরিকাকেই গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম নিয়ে একটি প্যালেস্টাইনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসরায়েলের নেতানিয়াহুর সরকারকে চাপ দিতে হবে।
৭ অক্টোবরের ইসরায়েলে ঢুকে প্যালেস্টাইনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পরিপ্রেক্ষিতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট করে বলেছেন, তিনি চান প্যালেস্টাইনি কর্তৃপক্ষে রদবদলের মধ্য দিয়ে নবশক্তি সঞ্চার হোক এবং গাজায় যুদ্ধ শেষ হলেই পশ্চিম তীরের সঙ্গে একযোগে সেখানকারও শাসন পরিচালনার দায়িত্ব নিক এই কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০০৫ সাল থেকে পশ্চিম তীরে প্যালেস্টাইনি কর্তৃপক্ষ (পিএ) এর শাসন পরিচালনা করে আসছেন আব্বাস।
সূত্র: রয়টার্স
এইচআ/ আই.কে.জে