শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢামেকে এক ঘণ্টা অবরুদ্ধ আসিফ নজরুল, বেরোলেন বাগান গেট দিয়ে *** কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য *** আসিফ নজরুলকে 'ভণ্ডামি বাদ দিতে' বললেন হাসনাত আবদুল্লাহ *** অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে জেল ও জরিমানা *** মুরগি খাওয়া রোধে পাতা ফাঁদে ধরা পড়ল মেছো বাঘ *** আর্জেন্টিনার হয়ে মেসির সময় তাহলে ফুরিয়ে এল *** লতিফ সিদ্দিকী যা বললেন আদালতে *** ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান *** আটকের ১২ ঘণ্টা পর মামলা লতিফ সিদ্দিকী, শিক্ষক কার্জনসহ ১৬ জন কারাগারে *** নির্বাচনী কর্মকর্তাদের জুতার মালা ও জেলের কথা মনে করিয়ে দিলেন ইসি

চন্দ্রযান-৩ নিয়ে সুখবর দিলেন ইসরো প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৭ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

চাঁদের বুকে স্লিপ মোডে রয়েছে ইসরোর চন্দ্রযান-৩ এর ল্যান্ডার ‘বিক্রম’ এবং রোভার ‘প্রজ্ঞান’। দুটি মেশিনকে একাধিকবার সক্রিয় করার চেষ্টা চালিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)। কিন্তু কোনও সাড়া দেয়নি। তবে এখন এর থেকে কিছুটা আশার আলো দেখা গিয়েছে।

ইসরোর প্রধান এস সোমনাথ জানান, রোভার ‘প্রজ্ঞান’ প্রত্যাশিত কাজ করেছে। বর্তমান স্লিপ মুড থেকে জেগে উঠতে ব্যর্থ হলেও কিন্তু এটি আরও ভালো করবে।

তিনি আরও বলেন, জাতীয় মহাকাশ সংস্থা এখন এক্সপোস্যাট বা এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য প্রস্তুতি নিচ্ছে।

‘প্রজ্ঞান’ বর্তমানে স্লিপ মুডে থাকা নিয়ে ইসরো প্রধান বলেন, যদি চাঁদে অত্যন্ত প্রতিকূল আবহাওয়ার কারণে এর ইলেকট্রনিক সার্কিটগুলো ক্ষতিগ্রস্ত না হয় এবং তাপমাত্রা শূন্যের নিচে প্রায় ২০০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়, তবে এটি আবার সক্রিয় হয়ে উঠবে।

তিনি বলেন, এটি সক্রিয় না হলেও ঠিক আছে, কারণ রোভারটি যে কাজটি করার কথা ছিল, তা করেছে। ফলে এখনও এই রোভার নিয়ে আশাবাদী ইসরো।

আরো পড়ুন : চাঁদে ভূমিকম্প শনাক্ত ও রেকর্ড করলো চন্দ্রযান-৩

ইসরো গত সপ্তাহে বলেছিল, চাঁদে ‘চন্দ্রযান-৩’ সৌর শক্তি চালিত ল্যান্ডার ‘বিক্রম’ এবং রোভার ‘প্রজ্ঞান’র সঙ্গে যোগাযোগ স্থাপন এবং পুনরায় সক্রিয় করার চেষ্টা করছে যাতে তারা বৈজ্ঞানিক প্রচেষ্টা চালিয়ে যেতে পারে।

চাঁদে রাত নামার আগে ল্যান্ডার এবং রোভার উভয়ই যথাক্রমে ৪ এবং ২ সেপ্টেম্বর নিষ্ক্রিয় মুডে চলে যায়।

সূত্র: চ্যানেল ১৮

এসকে/ 


ভারত চন্দ্রযান-৩ ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ল্যান্ডার ‘বিক্রম’ রোভার ‘প্রজ্ঞান’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন