রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চবিতে ফের মিলল ১১ ফুট লম্বা অজগর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৩

#

চবিতে ১১ ফুট লম্বা ১৩ কেজি ওজনের অজগর সাপ উদ্ধার। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজ্ঞান অনুষদের পাশের বটম কলোনি থেকে ১১ ফুট লম্বা ১৩ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে প্রাণিবিদ্যা বিভাগের কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয়দের সহায়তায় সাপটিকে উদ্ধার করা হয়। পরে সাপটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

অজগরটিকে বিজ্ঞান অনুষদের পাশের পাহাড়ের জঙ্গলে ছেড়ে দেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভেনম রিসার্চ সেন্টারের প্রশিক্ষণার্থী গবেষক রফিকুল ইসলাম।

এর আগে চলতি বছরের ১১ মে প্রায় ২০ কেজি ওজনের অজগর একই কলোনি থেকে উদ্ধার করা হয়। গতকাল উত্তর ক্যাম্পাস থেকে আরেকটি নির্বিষ দাঁড়াশ সাপ উদ্ধার করা হয়।

২০২২ সালের ৬ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২ নং গেইট সংলগ্ন বড়ুয়া পাড়া থেকে ১১ ফুট লম্বা ও ৮ কেজি ওজনের একটি বার্মিজ প্রজাতির অজগর সাপ উদ্ধার করা হয়। পরবর্তীতে সাপটিকে ক্যাম্পাসের দূরে জনমানবহীন গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়।  

এসকে/ 


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদ ১১ ফুট লম্বা অজগর সাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন