ছবি: দ্যা নিউ ইয়র্ক টাইমস
সাম্প্রতিক সময়ে, অনেক চীনা যুবক তাদের চাকরি ছেড়ে পরিবারের কাছ থেকে টাকার বিনিময়ে বাড়িতেই কাজ করাকে পছন্দ করছে। একুশ বছর বয়সী চীনা যুবক লি তার অসুস্থ দিদিমার যত্ন নেওয়ার জন্য বাড়িতেই অবস্থান করছে। এ কাজের জন্য তার বাবা মা তাকে মাসে ৬ হাজার ইউয়ান (৮৩৫ মার্কিন ডলার) প্রদান করছে।
এ ব্যাপারে লি বলে, সে কাজের চাপ সহ্য করতে পারে না কিংবা তার সহপাঠীদের সাথে কোনও প্রতিযোগিতায় নামতে চায় না। তার উচ্চ বেতনের চাকরি বা উন্নত জীবনযাপনের প্রয়োজন নেই। মূলত কর্মসংস্থানের অভাবেই হাজার হাজার তরুণ তরুণী ঘরে বসে এমন উপার্জনের দিকেই ঝুঁকছেন।
গত মাসে, চীনের মেট্রোপলিটন অঞ্চলে ১৬ থেকে ২৪ বছর বয়সী মানুষের বেকারত্বের হার ২১.৩ শতাংশে এসে পৌঁছেছে। মূলত কোভিড পরবর্তী সময়ে বেকারত্ব চীনের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সরকারি তথ্য মতে, এ পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে।
আরো পড়ুন: অর্থনৈতিক শক্তি হিসেবে চীনের ভাবমূর্তি ক্ষতির সম্মুখীন
সমাজবিজ্ঞানীরা জানান, মহামারী, সে সময়কার কঠিন পরিস্থিতি যুব সমাজকে দারুণভাবে প্রভাবিত করেছে, যার ফলস্বরূপ যুবসমাজ আজ এমন পরিস্থিতি স্বীকার করে নিয়েছে। তারা বর্তমানে হতাশ হয়ে যেকোনও ধরনের প্রতিযোগিতামূলক পরিস্থিতি এড়িয়ে চলতে আগ্রহী।
এম এইচ ডি/ আই. কে. জে/