রাফিয়াত রশিদ মিথিলা
দেশের পাশাপাশি এরইমধ্যে ওপার বাংলার বেশ কয়েকটি সিনেমাটি-ওয়েব সিরিজে অভিনয় করেছেন অভিনেত্রী মিথিলা। যা দর্শকমহলে বেশ প্রশংসাও কুড়িয়েছে। তবে ওপার বাংলায় যে সিনেমাটি দিয়ে যাত্রা শুরু করেন মিথিলা সেটির শুটিং শেষ হলেও মুক্তির খবরে ছিল না। ২০২১ সালের জুন মাসে টলিউডে নাম লেখান ঢাকার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।
রাজর্ষী দের নির্মাণে ছবিটির নাম ‘মায়া’। উইলিয়াম শেকসপিয়রের বিখ্যাত নাটক ‘ম্যাকবেথ’-এর ছায়ায় নির্মিত হয়েছে এটি। যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন মিথিলা। কিন্তু সিনেমাটি মুক্তি না পাওয়ায় মিথিলা ভক্তদের আক্ষেপও ছিল বেশ। তবে এবার সেই অপেক্ষার পালা শেষ হলো।
শুধু তাই নয়, সিনোমটির মাধ্যমে মুখ্য চরিত্র দিয়ে টলিউডে নিজের খাতা খুললেন মিথিলা। পশ্চিমবঙ্গের ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘মায়া’।—খবরটি নিশ্চিত করেছেন মিথিলা নিজেই। তবে সিনেমাটিতে নিজের চরিত্রটি নিয়ে খুব একটা খোলাসা করেননি মিথিলা।
মিথিলা বলেন, ‘আমি বলবো যে, ম্যাকবেথের অনুপ্রেরণায় একটি গল্প এটি। এতে আমি মায়া চরিত্রে অভিনয় করেছি। মায়া হলো লেডি ম্যাকবেথের দ্বিতীয় সত্ত্বা। তবে নিজের অভিনীত চরিত্রটি নিয়ে কথা বলতে চাই না। চরিত্রটি ইতিবাচক না নেতিবাচক সেটা দর্শকরা ছবিটি দেখলেই বুঝতে পারবেন।’
আরো পড়ুন: আজ আসছে কোক স্টুডিও বাংলার নতুন গান
‘মায়া’ সিনেমায় মিথিলা ছাড়াও আরও অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী, কমলেশ্বর মুখার্জি, রাহুল ব্যানার্জি, তনুশ্রী চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, কনীনিকা ব্যানার্জি, রিচা শর্মা, দেবলীনা কুমার, রাতশ্রী দত্তসহ অনেকে। উল্লেখ্য, বর্তমানে মিথিলার হাতে বেশ কয়েকটি কলকাতার সিনেমার রয়েছে।
এম/