সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

চার ঘণ্টায় ভোট পড়েছে ১৮ দশমিক ৫ শতাংশ: ইসি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৩ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম চার ঘণ্টায় ১৮ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

রোববার (৭ই জানুয়ারি) নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব।

এসময় উপস্থিত ছিলেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব আবদুল বাতেন, ফরহাদ আহমেদ খান।

আরও পড়ুন: দুই ঘণ্টায় ভোট পড়েছে ৮ দশমিক ৩৭ শতাংশ

এর আগে দুই ঘণ্টায় ৮ দশমিক ৩৭ শতাংশ ভোট পড়েছে বলে জানায় নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এ তথ্য জানান নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ১০টা পর্যন্ত সারাদেশে ৮ দশমিক ৩৭ শতাংশ ভোট পড়েছে।

এসকে/ 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশন (ইসি)

খবরটি শেয়ার করুন