সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

চাল রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের প্রতি আইএমএফের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

চাল রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ। বলেছে, দিল্লির এই সিদ্ধান্ত বৈশ্বিক মূল্যস্ফীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সংস্থার সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বৈশ্বিক মূল্যস্ফীতি নিয়ে আলোচনার সময় আইএমএফের প্রধান অর্থনীতিবীদ পিয়েরে-অলিভিয়ের এই আহ্বান জানান। 

তিনি বলেন, বৈশ্বিক মন্দা এড়ানোর রাস্তা খুবই সংকীর্ণ। তার আশঙ্কা, ভারতের এই নিষেধাজ্ঞায় প্রতিশোধমূলক পাল্টা পদক্ষেপ নিতে পারে কেউ। বিশ্ববাসীকে ক্ষতির মুখে ফেলতে পারে - এমন পদক্ষেপ থেকে ভারত সরে আসবে বলে আশা করেন তিনি। গত অর্থবছরে বাসমতি নয় - এমন চাল রপ্তানি করে ৪২ লাখ মার্কিন ডলার আয় করেছে ভারত। 

আরো পড়ুন: শরণার্থীদের আশ্রয় দিতে হিমশিম খাচ্ছে জার্মানি

এই চালের ক্রেতা মূলত যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, ইতালি, স্পেন ও শ্রীলঙ্কা। অভ্যন্তরীণ বাজারে সংকট মোকাবিলা ও দাম নিয়ন্ত্রণে রাখতে গত ২০ জুলাই বাসমতি ছাড়া অন্য সাদা চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেয় ভারত। এরপর সংকটের আশঙ্কায় চাল নিয়ে কাড়াকাড়িতে হুলস্থুল এক অবস্থা তৈরি হয় যুক্তরাষ্ট্র ও কানাডার সুপারশপগুলোতে।

এসি/আইকেজে 



আইএমএফ

খবরটি শেয়ার করুন