শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

চীন ও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৮ অপরাহ্ন, ৮ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র এবং সামরিক কর্মসূচির জন্য ইরান, চীন এবং হংকংকে অভিযুক্ত করে গত মঙ্গলবার তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে।

মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে যে, নেটওয়ার্কটি লেনদেন পরিচালনা করছে এবং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নেও সহযোগিতা করছে। এ কাজে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আর্মড ফোর্সেস লজিস্টিকস এজেন্সিও যুক্ত রয়েছে বলে জানা যায়।

তেহরানের উপর ওয়াশিংটনের চাপ বৃদ্ধির সাথে সাথে এই পদক্ষেপে নিষেধাজ্ঞার শিকার হয়েছেন দাউদ দামঘনি, যাকে এই কার্যকলাপের সাথে যুক্ত থাকার জন্য অভিযুক্ত করা হয়।

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন এবং অন্যান্য সামরিক কর্মসূচিকে গোপনে সমর্থন জানায় এমন অবৈধ নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানান ট্রেজারির কর্মকর্তা ব্রায়ান নেলসন।

নিউইয়র্কে অবস্থিত ইরানি দূতাবাস এবং ওয়াশিংটনের চীনা দূতাবাস এ বিষয়ে কোন মন্তব্য করেনি।

চীন এবং ইরান ২০২১ সালের মার্চ মাসে তাদের দীর্ঘস্থায়ী অর্থনৈতিক ও রাজনৈতিক জোটকে শক্তিশালী করতে ২৫ বছরের সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। এই রপ্তানি বন্ধ করার জন্য মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চীন ইরানের তেলের প্রধান ক্রেতা।

আরো পড়ুন: বাংলাদেশে নিরাপত্তা ও বাণিজ্য সহায়তা বাড়াতে চায় যুক্তরাষ্ট্র

এ বিষয়ে ইরান এবং চীনের বিভিন্ন কোম্পানির উপরেও নজরদারি রাখছে যুক্তরাষ্ট্র। এছাড়াও নিষেধাজ্ঞার শিকার হয়েছে হংকং এর কে ডু ইন্টারন্যাশনাল ট্রেড কোম্পানি লিমিটেড এবং চীন ভিত্তিক কিংদাও ঝংরোংটং ট্রেড ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড।

এম এইচ ডি/আইকেজে 

চীন ইরান যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250