মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

চীনের প্রতি সংশয়, জোরদার হচ্ছে ইইউ-ভারত সম্পর্ক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৩ অপরাহ্ন, ২৭শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

চীনের বিভিন্ন কার্যক্রমে সংশয়ের সৃষ্টি হয়েছে বিশ্ববাসীর মনে। এরই মধ্যে নতুন বাণিজ্য ও প্রযুক্তি পরিকল্পনার ভিত্তিতে ভারত এবং ইইউ এর অর্থনৈতিক সম্পর্ক জোরদার হচ্ছে। চীনের জিনজিয়াং এ মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনায় চীন-ইউরোপ সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে। ফলে বিনিয়োগ চুক্তির উন্নয়নও বন্ধ হয়ে যায় ২০২০ সালে। বর্তমানে ভারতের সাথে সম্পর্ক জোরদার করতে চাইছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

তাইওয়ান ও লিথুনিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে চীনের হস্তক্ষেপ ও ইউক্রেন যুদ্ধ নিয়ে মতবিরোধের কারণেও চীনকে এখন পাশে চাইছেনা ইইউ।

সম্প্রতি, এক বৈঠকে তিনজন ভারতীয় মন্ত্রী এবং চারজন ইউরোপীয় কমিশনার সেমিকন্ডাক্টর সাপ্লাই চেইন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা করেন।

ব্রাসেলসে আয়োজিত ইইউ-ইন্ডিয়া ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিলের প্রথম বৈঠকের পর, ইইউ কর্মকর্তারা ভারতের সাথে নতুন সম্পর্কের ক্ষেত্রে আশা প্রকাশ করেন। ইইউ চীনের সাথে এখনও সম্পর্ক ছিন্ন করতে চাইছে না তবে ভারতের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি করে তার সরবরাহ শৃঙ্খলে বৈচিত্র্য আনতে চাইছে।

দেখা যায়, সেমিকন্ডাক্টর ক্ষেত্রের বেশিরভাগ ইঞ্জিনিয়ারই ভারতীয় কিংবা ভারতীয় বংশোদ্ভূত। তাছাড়া এখানে এ ক্ষেত্র বিস্তারের বিস্তর সুবিধা রয়েছে। 

তবে চীনের বিভিন্ন আদেশ ও নিষেধাজ্ঞার বিষয়ে সতর্কতা অবলম্বন করছে ভারত। একইসাথে এশিয়াকে উন্নত ও বহুমুখী করার জন্য সর্বোচ্চ চেষ্টাও করছে ভারত।

সীমান্ত বিরোধ, টিকটকসহ চীনা প্রযুক্তির বিভিন্ন মাধ্যমকে সীমাবদ্ধ করার জন্য চীন-ভারত সম্পর্ক এমনিতেই জটিল। অপরদিকে জিনজিয়াং এ মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো নিয়ে ইউরোপের সাথেও দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে চীনের।

ইইউ এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, মার্গারেট ভেস্তাগার সেমিকন্ডাক্টর উৎপাদনের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে ভারতের পরিকল্পনার উপর নির্ভর করছেন। তিনি কোয়ান্টাম কম্পিউটিংসহ বিভিন্ন ব্যাপারে ভারতের উল্লেখ করে বলেন ভবিষ্যতে ভারত ইউরোপের বিশ্বস্ত বিক্রেতা দেশ হয়ে উঠতে পারে।

আরো পড়ুন: চীনকে মোকাবেলায় ওয়াশিংটন পোস্টের নতুন কৌশল

বার্লিন-ভিত্তিক বিশ্লেষক ক্রিশ্চিয়ান ওয়াগনার বলেন, চীনের প্রতি সংশয় থাকলেও এশীয় দেশ ভারতের প্রতি আস্থা রাখছে বিশ্ব।

পশ্চিমা দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, এমনকি চীন পর্যন্ত ভারতের সাথে সম্পর্ক জোরদার করতে চাইছে। তাই বর্তমানে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারত।

এম এইচ ডি/ আই. কে. জে/

চীন ইইউ-ভারত সম্পর্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন