শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রলীগের সমাবেশে যোগ দিলেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩৬ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৩টা ৪০ মিনিটে তিনি সোহরাওয়ার্দীর সমাবেশে যোগ দেন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার পর শিখা চিরন্তন গেট দিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন শেখ হাসিনা। এসময় তাকে স্বাগত জানান ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা। ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের স্মরণে ‘স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ’ আয়োজন করেছে ছাত্রলীগ।

সমাবেশ উপলক্ষে সকাল থেকেই শাহবাগ, টিএসসি (শিক্ষক-ছাত্রকেন্দ্র), দোয়েল চত্বর এলাকাসহ পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছাত্রলীগের নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। বিভিন্ন ধরনের ফেস্টুন, ব্যানার নিয়ে সমাবেশে আসছেন তারা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতাসহ পরিবারের ছবি শোভা পাচ্ছে নেতাকর্মীদের হাতে। অনেকেই সম্মেলনে যোগ দিয়েছেন নেতা, জেলার নাম অঙ্কিত টিশার্ট ও ক্যাপ পরিধান করে। সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশ এলাকা রূপ নিয়েছে উৎসবে।

আরো পড়ুন: সোহরাওয়ার্দী উদ্যানে জনস্রোত

করোনার আগে ২০২০ সালে ছাত্রলীগের সম্মেলনে সর্বশেষ ছাত্র সমাবেশ করেছিলো ছাত্রলীগ। সেই সমাবেশে প্রধান অথিতি হিসেবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেয়েছিলো ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর আর বড় ধরনের সমাবেশ করার সুযোগ হয়ে ওঠেনি সংগঠনটির। এবার নির্বাচনের ঠিক চারমাস আগে বড় ধরনের ছাত্র সমাবেশে নেতাকর্মীরা যেমন উজ্জীবিত, তেমনি বিরোধী রাজনৈতিক দলকে একটি বার্তা দেওয়ার কথা বলেছে সংগঠনের দায়িত্বশীল নেতারা।

এসকে/ 

ছাত্রলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সমাবেশ

খবরটি শেয়ার করুন