সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ডায়াবেটিস ও হৃদরোগ নিয়ন্ত্রণে ইয়োগার ভূমিকা অপরিসীম

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৯ অপরাহ্ন, ৯ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন ডায়াবেটিস ও হৃদরোগের মত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ধ্যান ও ইয়োগার প্রয়োজনীয়তা অপরিসীম।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব)-এ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য  ইয়ুথ ওয়েলনেস ফেস্টিভ্যালের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা ফ্লো নিবেদিত ইয়ুথ ওয়েলনেস ফেস্টিভ্যালের প্রথম পর্বে আলোচনার বিষয়বস্তু ছিল মানসিক, শারীরিক ও আত্মিক স্বাস্থ্য। ২০০ শিক্ষার্থী দিনব্যাপী স্বাস্থ্যসম্মত জীবনযাপনের এই আয়োজনে অংশগ্রহণ করেন। এই ফেস্টিভ্যালের পরের পর্বগুলো এ সপ্তাহে আইইউবি, এআইইউবি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

মেয়র আতিক বলেন:  শিক্ষার্থীরা তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে আছেন। শীঘ্রই তাদের অনেকেই কাজ ও পড়াশোনার প্রয়োজনে পরিবার থেকে দূরে থাকবে। তাই এ সময়ে নেওয়া সিদ্ধান্তগুলো ও তৈরি করা অভ্যাসগুলোই প্রাপ্তবয়স্ক হবার পর তাদের সুস্বাস্থ্যের ভিত্তি হিসেবে কাজ করবে। মানসিক চাপ ও হতাশার সাথে খাপ খাইয়ে নেবার প্রক্রিয়া তাদের জন্য জানা আবশ্যক। পাশাপাশি তাদের খাদ্যাভ্যাস, ব্যায়াম ও ধ্যান সম্পর্কেও প্রয়োজনীয় জ্ঞান রাখতে হবে।

আরো পড়ুন: ১০ মিনিটে দূর করুন একাকীত্ব!

ঢাকা ফ্লো’র ইয়োগা প্রশিক্ষক ও সহপ্রতিষ্ঠাতা সাজিয়া ওমর বলেন, ইয়োগা মানুষকে মানসিক চাপ ও দুশ্চিন্তার সাথে খাপ খাইয়ে নিতে ও অন্যান্য শারীরিক এবং মানসিক অসুস্থতা কমিয়ে আনতে সাহায্য করে।  ধ্যান ও মননশীলতা আমাদের একাগ্রতা, সমবেদনা, শান্তি ও সাম্প্রদায়িকয়তাকে উন্নত করে।

এম এইচ ডি/আইকেজে 

ইউল্যাব ইয়োগা খাদ্যাভ্যাস ডিএনসিসি মেয়র

খবরটি শেয়ার করুন