রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ডেট করতে ক্যাফেতে নয়, পাঁচ তারকা হোটেলে যেতে চাইতেন উরফি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৯ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

অদ্ভুত সকল পোশাক পরিধান ও ফ্যাশনের জন্য বরাবরই আলোচনায় থাকেন ভারতীয় মডেল উরফি জাভেদ। লোকের নিন্দাকে পরোয়া না করে নিজের মতো করেই সাজতে ব্যস্ত থাকেন তিনি। 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে উরফি বলেন, ‘এসকল সমালোচনা আমি মাথায়ই নেই না। কারণ এখন অনেক বদলে গিয়েছি। টাকা পয়সা আমাকে আকৃষ্ট করে না। কারণ আমি নিজেই টাকা রোজগার করি।’

এই মডেল আরও বলেন, ‘যারা সমালোচনা করছে আমি তাদের বিয়ে করতে যাচ্ছি না বা তাদের মায়ের সঙ্গেও দেখা করতে যাচ্ছি না। তাই আমার যা ইচ্ছা সেটাই পরবো। এটাই আমার কাজ।’

উরফি জানালেন, এখন কারো সঙ্গে ডেটে যাওয়ার আগে তার টাকা পয়সা না দেখলেও একটা সময় টাকা পয়সা দেখেই ডেটে যেতেন। কারণ তিনি বিএমডাব্লিউ, অডি পছন্দ করতেন।

আরো পড়ুন: গরমে গরম ছড়ালেন নুসরাত ফারিয়া

উরফির কথায়, ‘ডেটে যাওয়ার আমার একটাই ক্রাইটেরিয়া থাকত। আমি সেই ব্যক্তির বিএমডাব্লিউ বা অডি দেখলেই পছন্দ করে ফেলতাম। কারণ আমি সবসময় পাঁচ তারকা হোটেলে যেতে চাইতাম। কোনো ক্যাফেতে নয়।’

উরফি আরও জানান, কেউ তাকে কখনো পাত্তা না দিলে তিনি সেটা সহজেই ভুলে যেতে পারতেন। মডেলের ভাষ্য, ‘কেউ আমাকে প্রত্যাখান করলে আমিও তাকে আর পাত্তা দিতাম না। নিজেকে বলতাম, যে আমাকে ফিরিয়ে দিয়েছে সে নিজে পরে আমার জন্য আফসোস করবে।’

এসি/


ক্যাফে পাঁচ তারকা হোটেল উরফি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন