রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলমান: আসিফ নজরুল *** ৫ই আগস্ট সামনে রেখে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী *** কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা... *** ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ *** অন্তর্বর্তী সরকারের ওপর শেখ হাসিনা সরকারের ‘ছায়া’ দেখছেন আনু মুহাম্মদ *** পাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির *** শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ *** বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল *** যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান *** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

ঢাকা টেস্টের তৃতীয় দিনেই জয়ের হাতছানি বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৪ পূর্বাহ্ন, ১৬ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টের দ্বিতীয় দিনটি উপভোগ্য ছিল বেশ। ১৬টি উইকেট পতনের দিনেও ৩০০ রান যোগ হয় স্কোর বোর্ডে। বেশি আনন্দদায়ক ছিল বাংলাদেশের তিন পেসারের বোলিং দেখা। এবাদত হোসেনের এক চ্যানেলে বল করা, বাউন্সার ডেলিভারি দিয়ে ব্যাটারের মনে আতঙ্ক ছড়ানো এবং নিয়মিত বিরতিতে উইকেট নেওয়া ক্ষুণে মেজাজের একটা পরিবেশ তৈরি হয়েছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। একটা প্রশ্নের উত্তরও জানা হলো– অনুকূল উইকেট দেওয়া হলে দেশের মাটিতে পেসাররাও ভয়ংকর। এক দিনে এত কিছু ঘটে যাওয়ায়, ঢাকা টেস্টের ফলাফলও দেখা যাচ্ছে  দ্বিতীয় দিনশেষে। বাংলাদেশ ম্যাচটি জিততে যাচ্ছে বড় রান ব্যবধানে। ইনিংস ব্যবধানে জয়ের পথ রুদ্ধ হয়ে গেছে স্বাগতিকরা ফলোঅন না করায়। প্রতিপক্ষের প্রতি সম্মান দেখাতে দলগুলোকে এখন আর ফলোঅন তেমন একটা করেও না। আফগানিস্তানকে ১৪৬ রানে গুটিয়ে দেওয়ার পরও তাই ফলোঅন ডাকেনি বাংলাদেশ। বরং ২৩৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পড়েন লিটন কুমার দাসরা। দ্বিতীয় ইনিংসে এক উইকেটে করা ১৩৪ রান মিলিয়ে ৩৭০ রানের লিড হয়ে গেছে টাইগারদের। আজ দ্রুত অলআউট না হলে স্বাগতিকদের পরিকল্পনা থাকবে কমপক্ষে দুই সেশন ব্যাট করা। আরও দেড়শ থেকে দুইশ রান যোগ করে পাঁচশছোঁয়া লক্ষ্য দেওয়ার চেষ্টা থাকবে স্বাগতিকদের।

৩৬২ রান ও ৫ উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। সে শুরু যে ধ্বংসাত্মক হবে, কে জানত? মুশফিকুর রহিম আর মেহেদী হাসান মিরাজরা দ্রুত আউট হলেন। ২০ রানে শেষের পাঁচ উইকেট হারাল বাংলাদেশ। আফগান কোচ জনাথন ট্রট ভবিষ্যৎ দেখতে পান কিনা জানা নেই। তবে প্রথম দিন শেষে এমন একটা ভবিষ্যৎ বাণী করেছিলেন তিনি। স্বাগতিকদের ১০ রানে গুটিয়ে দেওয়ার অদম্য একটা ইচ্ছা ছিল তাঁর। নিজাত মাসুদের পাঁচ উইকেট প্রাপ্তিতে কোচের স্বপ্নের কাছাকাছি অন্তত যেতে পেরেছে সফরকারীরা। অভিষেক টেস্টে পাঁচ উইকেট পাওয়া আফগানদের দ্বিতীয় বোলার তিনি। পেস বোলার হিসেবে প্রথম। তাঁর আগে অভিষেকে ইনিংসে পাঁচ উইকেট পাওয়া বোলার বাঁহাতি স্পিনার আমির হামজা, যিনি ঢাকা টেস্টেও খেলছেন।

বাংলাদেশকে দ্রুত গুটিয়ে দেওয়ার কুফলও ভোগ করতে হয় আফগানিস্তানকে ১৪৬ রানে অলআউট হয়ে। এবার মিরপুরের উইকেট তৈরিই করা হয়েছে পেসারদের অনুকূলে। এবাদত হোসেন আর শরিফুল ইসলাম কন্ডিশনের সুবিধা ভালোভাবেই কাজে লাগান। এ দুই পেসারের আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতে পারছিলেন না ব্যাটাররা। ফলে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। ৫১ রানে চার উইকেট নিয়ে প্রতিপক্ষ দলের ব্যাটিং লাইনআপের কোমর ভেঙে দেন দু’জন মিলে। পরে দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম সমানে পাল্লা দেন উইকেট শিকারে। যে কারণে ১০ ওভারে ৪৭ রানে চার উইকেট পাওয়া এবাদতকে আর বোলিংয়ে আনেননি অধিনায়ক। তাই পাঁচ উইকেট না পাওয়ার আক্ষেপ থেকে গেল এবাদতের। অধিনায়ক লিটনের পরিকল্পনাই ছিল দুই পেসারের দখলে ছয় উইকেট যাওয়ার পর বাকি কাজ স্পিনারদের দিয়ে করাবেন। তাই ১০ উইকেট ভাগাভাগি হলো চার বোলারের মধ্যে। উইকেট না পাওয়া একমাত্র বোলার তাসকিন আহমেদ। চোটের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে না পারা ডানহাতি এ পেসার ৭ ওভারে ৪৮ রান দিয়ে উইকেট শূন্য।

আরো পড়ুন: ট্রফিতে মেসির একটি আঙুল কম, কেন?

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দুই ওপেনারের মধ্যে জুটি হলো না বাংলাদেশের। আগের ইনিংসে আউট হয়েছিলেন জাকির হাসান। গতকাল আউট মাহমুদুল হাসান জয়। ১৮ রানে ওপেনিং জুটি ভাঙার পরও দিন শেষে শোভন স্কোর স্বাগতিকদের। জাকির হাসান আর নাজমুল হোসেন শান্তর মধ্যে জুটি গড়ে ওঠে। ১২৮ বলে ১০৬ রানে দ্বিতীয় উইকেটে অপরাজিত দু’জন। জাকির ৬৪ বলে ৫৪ রান করেন। টানা তিন টেস্টেই পঞ্চাশছোঁয়া ইনিংস খেলেন তিনি। বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা দারুণ একটা ব্যাপার। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান শান্তও ৬৪ বলে ৫৪ রানে আজ নতুন শুরু করবেন। দেখার বিষয় জাকির-শান্ত নিজেদের জুটিকে কতদূর টেনে নিতে পারেন।

এম/



Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন