সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

তিন বছরের জন্য ভারতে ফিরছে শিবাজীর বাঘ নখ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৩

#

ছত্রপতি শিবাজী মহারাজের বাঘ নখ। ছবি : সংগৃহীত

মারাঠা সাম্রাজ্য তথা ভারতীয় উপমহাদেশের বিখ্যাত এক শাসক শিবাজী ভোসলে, যিনি ছত্রপতি শিবাজী নামেই অধিক পরিচিত। ছত্রপতি শিবাজী মহারাজের বাঘ নখও সমধিক পরিচিত মানুষের কাছে। কয়েক শতাব্দী পর শিবাজী মহারাজের যুদ্ধাস্ত্র এই বাঘ নখ ফিরে আসছে ভারতে।

জানা যায়, ১৮২০ এর দশকে ভারত যখন ব্রিটিশদের অধীনে ছিল তখন ব্রিটিশ শাসকেরা এই বাঘ নখকে ইংল্যান্ডে নিয়ে যায়। এতবছর পর আবার ভারতের মাটিতে ফের‍ত আসতে চলেছে এ অস্ত্র।

শিবাজী মহারাজের রাজ্যাভিষেকের ৩৫০ তম বর্ষপূর্তি উপলক্ষে চলতি বছরের নভেম্বরে বাঘ নখটি লন্ডনের ভিক্টোরিয়া এবং এলবার্ট জাদুঘর থেকে দক্ষিণ মুম্বাইয়ে তিন বছরের প্রদর্শনীর জন্য আনা হচ্ছে।

মহারাষ্ট্রের সংস্কৃতি মন্ত্রী সুধীর মুনগান্টিওয়ার বাঘ নখ ফেরত আনা বিষয়ক চুক্তির জন্য মঙ্গলবার লন্ডনে যাচ্ছেন।

আশা করা হচ্ছে দক্ষিণ মুম্বাইয়ের শিবাজী মহারাজ জাদুঘরে বাঘ নখটি তিন বছরের জন্য রাখা হবে।

প্রসঙ্গত, ১৬৫৯ সালে প্রতাপগড়ের যুদ্ধে আফজাল খানের আদিলশাহী বাহিনির বিরুদ্ধে জয়লাভ করে মারাঠা সৈন্যরা। সংখ্যায় কম হওয়া সত্ত্বেও মারাঠাদের এ বিজয় শিবাজী মহারাজের জনপ্রিয়তাকে অন্য মাত্রায় নিয়ে যায়। 

বর্তমান মহারাষ্ট্রের সাতারা জেলার প্রতাপগড় দুর্গের পাদদেশে আফজাল খানকে হত্যা করার ঘটনাটি শিবাজী মহারাজের সাহসিকতার কথা তুলে ধরে। 

জনপ্রিয় এই বাঘ নখ দিয়েই আফজাল খানকে হত্যা করেছিলেন শিবাজী। 

১৮১৮ সালে পেশোয়া শাসনের পতনের পর ব্রিটিশরা সাতারা থেকে এই বাঘ নখটি সংগ্রহ করে। জানা যায়, বাঘ নখটি সাতারা শাসকের পারিবারিক বাসভবনের মধ্যে অবস্থিত একটি মন্দিরের গর্ভগৃহে রাখা ছিল।

মহারাষ্ট্রের কোলহাপুরের ইতিহাস গবেষক ইন্দ্রজিৎ সাওয়ান্তের মতে, পঞ্চম ও শেষ ছত্রপতি প্রতাপসিংহ মহারাজ ব্রিটিশ রাজনৈতিক নেতা জেমস গ্রান্ট ডাফকে এ বাঘ নখ উপহার হিসেবে দেন।

তবে লন্ডনের সংরক্ষিত এই বাঘ নখটি দিয়েই শিবাজী আফজাল খানকে হত্যা করেছিলেন কিনা এ বিষয়টি এখনো প্রমাণ সাপেক্ষ।

বর্তমান সময়ে ব্রিটিশ শাসকেরা ভারত থেকে যেসব সম্পত্তি লুট করেছিল তা ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করছে ভারত সরকার।

এসকে/ এএম/ 

ভারত ব্রিটিশ শিবাজী ছত্রপতি

খবরটি শেয়ার করুন