শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা হোক ন্যায়বিচারের প্রথম ঠিকানা: আইজিপি *** জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন *** বিশ্ব রেকর্ড গড়ার পর সোনাও জিতলেন ‘ম্যাজিক’ মারশাঁ *** নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতাকর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে এক মেজর *** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

তিন শ্রমিকের মৃত্যুতে ওয়ালটনের শোক, ক্ষতিপূরণ ঘোষণা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪০ পূর্বাহ্ন, ১৭ই এপ্রিল ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

রমজান উপলক্ষে ওয়ালটন হাই-টেক কারখানায় প্রতিদিন প্রায় ১৩ হাজার মানুষ ইফতার করে থাকেন। অন্যদিনের মতো রোববার (১৬ এপ্রিল) প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য ইফতারের আয়োজন করা হয়। ইফতার গ্রহণের সময় ৫ জন শ্রমিক নিজস্ব ব্যবস্থাপনায় মূল ডাইনিংয়ের বাইরে শরবত জাতীয় পানীয় তৈরি করে পান করেন। এর কিছুক্ষণ পর ওই ৫ জনের মধ্যে ৩ জন অসুস্থবোধ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। 

প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, রোববার (১৬ এপ্রিল) প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য ইফতারের আয়োজন করা হয়। ইফতারের সময় ৫ জন শ্রমিক নিজস্ব ব্যবস্থাপনায় শরবত জাতীয় পানীয় তৈরি করে পান করেন। এর কিছুক্ষণ পর ওই ৫ জনের মধ্যে ৩ জন অসুস্থবোধ করেন। তাৎক্ষণিকভাবে ওয়ালটনের মেডিক্যাল টিম তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে কারখানার নিজস্ব অ্যাম্বুলেন্সে করে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় ওই ৩ জন শ্রমিকের মৃত্যু হয়। পরবর্তীতে আরও একজন শ্রমিক অসুস্থবোধ করলে তাকেও জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুচিকিৎসার সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তিন সদস্যের এমন মৃত্যুতে ওয়ালটন পরিবার গভীরভাবে শোকাহত। তাদের অকাল প্রয়াণ ওয়ালটন পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। ওয়ালটন কর্তৃপক্ষ উক্ত শ্রমিকদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে কোম্পানির পক্ষ থেকে যে খাবার সরবরাহ করা হয়, তা ব্যতিরেকে অন্য খাবার গ্রহণ না করার জন্য ওয়ালটনের সকল সদস্যকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার বিষয়ে অধিকতর তদন্তের জন্য ওয়ালটন কর্তৃপক্ষ একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন
করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনার প্রেক্ষিতে কর্তৃপক্ষ ১ দিনের শোক দিবস ঘোষণা করেছে। এ উপলক্ষে সোমবার (১৭ এপ্রিল) কারখানা বন্ধ রাখা হয়েছে।

এদিকে ইফতার খাওয়ার পর অসুস্থ হয়ে ওয়ালটন কারখানার তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অন্য শ্রমিকরা। রোববার রাত ১০টায় এ খবর জানান কালিয়াকৈর ইউএনও তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

এম/


 

ওয়ালটন রমজান ইফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন